ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাপান-যুক্তরাষ্ট্র গুগল সংযোগ

প্রকাশিত: ০৬:০০, ২ জুলাই ২০১৬

জাপান-যুক্তরাষ্ট্র  গুগল সংযোগ

জাপান ও যুক্তরাষ্ট্রকে ৯ হাজার কিলোমিটার কেবল দিয়ে সংযুক্ত করল ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল। প্রশান্ত মহাসাগরের ভেতর দিয়ে বসানো হয়েছে এই কেবল। বৃহস্পতিবার রাত থেকে এর ব্যবহার শুরু হয়ে গেছে। এর ফলে সম্ভব হয়েছে বিশ্বের বৃহত্তম মহাসাগরের দুই প্রান্তে সেকেন্ড ৬০ টেরাবাইট গতিতে তথ্য আদান প্রদান। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য অরেগনের ব্যান্ডন শহর থেকে জাপানের চিকুরা ও শিমা শহরকে দ্রুত গতির সমুদ্রতল কেবল দিয়ে সংযুক্ত করা হয়েছে। একে একে যুক্তরাষ্ট্র ও জাপানের প্রশান্ত মহাসাগরীয় অন্যান্য শহরকে এর আওতায় আনা হবে। ৩০ কোটি ডলারের এই প্রকল্পে চায়না মোবাইল, চায়না টেলিকম, এনইইসি, গ্লোবাল ট্রানজিট ও কেডিডিআইর মতো কোম্পানিগুলো সহায়তা করেছে। এর পাশাপাশি গুগল টোকিওতে চালু করতে যাচ্ছে পূর্ব এশিয়া অঞ্চলের গুগল ক্লাউড প্লাটফর্ম। প্রতিটি কেবলের মধ্যে রয়েছে ছয় জোড়া ফাইবার অপটিক। সমুদ্রতল কেবল অর্থ যে এগুলো একেবারে সাগরের তলদেশ ওপর দিয়ে নেয়া হয়েছে তা নয় সাগরের উপরিতল থেকে ৮ কিলোমিটার নিচে দিয়ে পানির ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এই কেবল। দুই মহাদেশের মধ্যে ৯ হাজার কিলোমিটার কেবল স্থাপন গুগলের জন্য একটি বড় সাফল্য। তবে এটিই এ যাবতকালের দীর্ঘ সমুদ্রতল কেবল নয়। সাউথ ইস্ট এশিয়া-মিডল ইস্ট- ওয়েস্টার্ন ইউরোপ ৩ অপটিক্যাল সাবমেরিন টেলিকম্যুনিকেশন্সের ৩৯ হাজার কিলোমিটার নেটওয়ার্কটি ৩৩টি দেশের মধ্যে ইতোমধ্যেই যোগাযোগের সেতুবন্ধন হিসেবে কাজ করছে। এর পরিচালনার দায়িত্বে আছে ফ্রান্স, চীন ও সিঙ্গাপুরসহ কয়েকটি দেশের একটি কনসোর্টিয়াম। -দ্য ভার্জ
×