ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৬ কিলোমিটার তীব্র যানজট যাত্রী দুর্ভোগ

প্রকাশিত: ০৫:৫৩, ২ জুলাই ২০১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৬ কিলোমিটার তীব্র যানজট যাত্রী দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১ জুলাই ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা ব্রিজ থেকে বন্দরের মদনপুর পর্যন্ত শুক্রবার ৬ কিলোমিটার রাস্তাজুড়ে তীব্র যানজট দেখা দেয়। এতে ঈদে ঘরমুখো চট্টগ্রাম বিভাগের ১০ জেলার যাত্রীদের চরম বিড়ম্বনায় পড়তে হয়। মেঘনা ব্রিজের টোল প্লাজায় ধীরগতিতে যানবাহনের টোল নেয়ার কারণে এ যানজট হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টায় সোনারগাঁয়ের মেঘনা ব্রিজের টোল প্লাজা থেকে যানজট শুরু হয়। যতই বেলা বাড়তে থাকে ততই যানজট তীব্র হতে থাকে। এ যানজট ধীরে ধীরে আষাঢ়ীচর, মোগড়াপাড়া চৌরাস্তা, বন্দরের লাঙ্গলবন্দ, কেওঢালা ও মদনপুর পর্যন্ত ছড়িয়ে পড়ে। লক্ষèীপুরের যাত্রী মহিউদ্দিন জানান, ‘সকাল ৭টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় এসে যানজটে আটকে পড়ি। মেঘনা ব্রিজ পার হতে ৩-৪ ঘণ্টা সময় লাগে। অথচ এখানে মাত্র ১৫ মিনিটের রাস্তা।’ সোনারগাঁও থানার ওসি এসএম মঞ্জুর কাদের জানান, মেঘনা ব্রিজের টোল আদায়ের জন্য ৫টি কাউন্টার রয়েছে। ৩টি কাউন্টার বন্ধ রাখায় ধীরগতিতে যানবাহনের টোল আদায় করায় এ যানজটের সৃষ্টি হয়। এ যানজট সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত স্থায়ী হয়। পরে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
×