ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে বউবাজারে স্বল্পমূল্যে ঈদের কাপড়

প্রকাশিত: ০৪:১৯, ২ জুলাই ২০১৬

দিনাজপুরে বউবাজারে স্বল্পমূল্যে ঈদের কাপড়

স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, দিনাজপুরে দোকান কর্মচারীদের ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত ব্যতিক্রমধর্মী বউবাজারে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ছুটির দিনে নিজেদের অভাব দূর করতে ও ক্রেতাদের চাহিদা মেটাতে দোকান কর্মচারীদের ব্যক্তিগত উদ্যোগে শহরের বাসুনিয়াপট্টিতে এই বউবাজার বসে প্রতি শুক্রবার। চলে আধা বেলা। সকালে সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ছিল মহিলা ক্রেতাদের উপচে পড়া ভিড়। উন্নতমানের দোকানে যেসব কাপড় পাওয়া যায় ঠিক সেসব কাপড় এই বউবাজারেও পাওয়া যায়। তবে সাধারণ বিপণিবিতানগুলো থেকে কম মূল্যে পাওয়া যায় এসব ভ্রাম্যমাণ দোকানে। কিভাবে কম মূল্যে কাপড় বিক্রি করছেন জিজ্ঞাসা করলে বউবাজারের ব্যবসায়ীরা জানান, এখানে দোকান ভাড়া, কর্মচারীদের বেতন এবং বৈদুত্যিক বিল বা খাজনাও দিতে হয় না। তাই বাইরে থেকে কাপড় যে দামে কেনা হয় তার ওপর কিছুটা লাভ রেখেই সেসব কাপড় বিক্রি করা হয়। একই কাপড় কম মূল্যে পাওয়া যায় স্বীকার করে কাপড় কিনতে আসা শহরের উপশহর এলাকার আঞ্জমান আরা, ঘাসিপাড়ার কাজলি বেগম, কলেজ ছাত্রী আয়শা আকতার বানু জানান, কম মূল্যে কাপড় পাওয়া যায় সে জন্যই আমরা শুক্রবার করে এসব দোকানে কাপড় কিনতে আসি। বউবাজারের বর্তমান পরিচালক বিমল আগরওয়ালা জানান, মোট ২ শতাধিক কাপড়ের দোকান কর্মচারী এসব দোকানের মালিক। তারা বিভিন্ন স্থান থেকে কাপড় কিনে এনে এসব দোকানে বিক্রি করে। অন্যান্য দিনে তারা কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করে। কিন্তু ছুটির দিনে বাড়তি আয়ের জন্য তারা এই ব্যবসা করেন। এবার ঈদকে সামনে রেখে বউবাজারের দোকানিরা অনেক রকমের কাপড় সংগ্রহ করেছে। সব ধরনের কাপড় আসায় ও দামে কম পাওয়ায় বউবাজারটি দিনাজপুরের মহিলা ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে আগে সাধারণত গরিব ও মধ্যবিত্ত পরিবারের মহিলারা কাপড় কিনতে আসত। বর্তমানে সব পরিবারের মহিলাই আসছে এখানে কাপড় কিনতে। নিরাপত্তার বিষয়ে বিমল আগরওয়াল জানান, বউবাজারের নিরাপত্তায় নেই কোন পুলিশ বা আনসার ভিডিপির সদস্য। তবে প্রতি শুক্রবার নিজেদের ব্যবস্থাপনায় গার্ড নিয়োগ করে দেয়া হয়। বাসুনিয়াপট্টির যে রাস্তায় বউবাজার বসছে সে রাস্তা দিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত বউবাজার চলাকালীন সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে ক্রেতারা স্বাচ্ছন্দে কেনাকাটা করতে পারেন।
×