ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিএনসিসি’র বরখাস্তকৃত কানুনগো মোহাম্মদ আলী গ্রেফতার

প্রকাশিত: ০৮:৫০, ১ জুলাই ২০১৬

ডিএনসিসি’র বরখাস্তকৃত কানুনগো মোহাম্মদ আলী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাময়িক বরখাস্তকৃত কানুনগো মোহাম্মদ আলীকে দুর্নীতির মামলায় গ্রেফতার করেছে দুদক। বুধবার রাতে ঢাকার শ্যামলীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে গ্রেফতার করেন। প্রসঙ্গত, গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মোহাম্মদ আলী তার অধিকাংশ সম্পত্তি করেছেন আত্মীয়-স্বজন ও গ্রামের পরিচিত দরিদ্র মানুষের নামে। এর মধ্যে মা-বাবার নামে ব্যবসা প্রতিষ্ঠান, স্ত্রী শামীমা আক্তারের নামে শ্যামলীতে পাঁচতলা বাড়ি এবং গ্রামের বাড়ি নোয়াখালীতে জমি থাকার তথ্যও তদন্তে ওঠে আসে।
×