ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রবির কর্মীদের প্রশিক্ষণ দেবে বিআইএম

প্রকাশিত: ০৬:২৬, ১ জুলাই ২০১৬

রবির কর্মীদের প্রশিক্ষণ দেবে বিআইএম

বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) মোবাইল নেটওয়ার্ক রবির কর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করবে। সম্প্রতি বিআইএম প্রাঙ্গণে রবি এবং বিআইএমের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবি’র চীফ কর্পোরেট এ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদ এবং বিআইএমের সিনিয়র ম্যানেজমেন্ট কাউন্সিলর মাহবুব উল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন) মোঃ শাহাদাত হোসেন মাহমুদ, পিএইচডি ও পরিচালক (প্রশিক্ষণ) ড. পারভীন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন রবির রিসোর্সিংয়ের ভাইস প্রেসিডেন্ট শারমিন সুলতান, এইচআর বিজনেস পার্টনারিংয়ের ভাইস প্রেসিডেন্ট মোঃ ফয়সাল ইমতিয়াজ খান ও কমিউনিকেশন্স এ্যান্ড কর্পোরেট রেসপন্সিবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর। ‘ফার্স্ট লাইন ম্যানেজার’ শিরোনামে আয়োজিত ছয় মাসব্যাপী এ প্রোগ্রামে কোম্পানির মধ্যশ্রেণীর কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে রবির ২৫০ কর্মকর্তা প্রশিক্ষণ পাবেন। মালয়েশিয়াভিত্তিক মোবাইল ফোন কোম্পানি আজিয়াটা গ্রুপ বারহাদের মেধা ব্যবস্থাপনা প্রকল্পের অংশ হিসেবে এই প্রশিক্ষণ কর্মসূচীটি আয়োজন করা হচ্ছে।-বিজ্ঞপ্তি পরিচ্ছন্ন ইফতার গ্রহণে লাইফবয়ের উদ্যোগ শেষ হয়ে আসছে রমজান মাস। সংযম, শুদ্ধতা ও পরিচ্ছন্নতার এই পবিত্র মাসে প্রত্যেকের সুস্থ থাকা জরুরী। রমজানের শুরু থেকেই সবার জন্য ‘হেলথ এ্যান্ড হাইজিন ফ্যাক্টর’ নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়েছে লাইফবয়। লাইফবয় বিশ্বাস করে, খাওয়ার আগে হাত ধুয়ে জীবাণুমুক্ত করে না নিলে জীবাণু চলে যেতে পারে মুখে এবং এ কারণে যে কেউ হতে পারে অসুস্থ। -বিজ্ঞপ্তি
×