ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে বর্নাঢ্য আয়োজনে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

প্রকাশিত: ২২:৫৬, ৩০ জুন ২০১৬

রাজশাহীতে বর্নাঢ্য আয়োজনে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আলোচনাসভা, র‌্যালী ও সিধু-কানুর স্মরণে অস্থায়ী বেদীতে পুস্পস্তবক অপর্নের মধ্য দিয়ে জেলার রাজাবাড়িহাট উচ্চ বিদ্যালয়ে বর্নাঢ্য অনুষ্ঠানের আযোজন করে বসরকারি উন্নয়ন সংস্থা সিসিবিভিও বাস্তবায়নাধিন রক্ষাগোলা সাংস্কৃতিক কেন্দ্র ও রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন। সকালে বর্নাঢ্য অনুষ্ঠানে জেলার গোদাগাড়ীতে বসবাসকারী সাঁওতাল রমনীরাও অংশ নেন। আলোচনা সভা থেকে ঐতিহাসিক দিবসে সাওতালদের ভূমি, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তার অধিকার প্রতিষ্ঠার দাবি জানানো হয়। রাজাবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় দিবসটির উপর মূল বক্তব্য রাখেন সিসিবিভিও’র নির্বাহী প্রধান সারওয়ার-ই-কামাল। বিশেষ অতিথি ছিলেন ব্লাস্ট রাজশাহী ইউনিট সমন্বয়কারী এডভোকেট আব্দুস সামাদ, সিসিবিভিও’র প্রশাসনিক পরিচালক এভারিষ্ট হেমব্রম, ডকোমেন্টেশন অফিসার আবু আহসান, প্রশিক্ষণ সমন্বয়কারী মোহাম্মদ আরিফ, রাজাবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক সেলিম রেজা, কৃষ্ণ কুমার সরকার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিসিবিভিও’র প্রকল্প সমন্বয়ক নিরাবুল ইসলাম। এদিকে দিবসটি উপলক্ষে আদিবাসি পরিষদ ও সাওতালী সংগঠনসমুহ রাজশাহী নগরীতে বিভিন্ন কর্মসূচি পালন করে।
×