ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মনোজ-রাধিকার ‘কৃতি’ টোকা! প্রদর্শন বন্ধ করল ইউটিউব

প্রকাশিত: ১৯:৫১, ৩০ জুন ২০১৬

মনোজ-রাধিকার ‘কৃতি’ টোকা! প্রদর্শন বন্ধ করল ইউটিউব

অনলাইন ডেস্ক ॥ শর্ট ফিল্ম বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন বলিউড পরিচালক শিরিষ কুন্দর। তাঁর পরিচালিত ‘কৃতি’ বেশ প্রশংসা কুড়োচ্ছিল সব মহল থেকেই। কিন্তু এই প্রশংসা বেশিদিন টিকল না শিরিষের কপালে। তাঁর এই ছবির বিষয়বস্তু নাকি ‘টোকা’ হয়েছে অন্য একটি ছবি থেকে। এমনটাই অভিযোগ জানালেন আর এক পরিচালক অনিল নিউপেন৷ তাঁর দাবি, তাঁর পরিচালিত শর্ট ফিল্ম ‘বব’ থেকে ‘টোকা’ হয়েছে ‘কৃতি’। ‘কৃতি’র ডায়লগও নাকি টোকা হয়েছে ‘বব’ থেকেই। বিষয়টি নজরে আসে মঙ্গলবার রাতে, যখন ‘কৃতি’ দেখার জন্য ইউটিউবে ক্লিক করতেই দেখা যায় ভিডিওটি তুলে নেওয়া হয়েছে৷ ভিডিওটির পরিবর্তে স্ক্রিনে লেখা রয়েছে, ‘এই ভিডিওটি আর পাওয়া যাবে না অনিল নিউপেনের কপিরাইট দাবির জন্য৷’ এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন শিরিষ কুন্দর। প্রতিবাদে তিনি টুইট করে বলেন, যাঁরা সত্যিটাকে জানতে চান প্রকৃত তথ্যের মধ্যেই তা খুঁজে নেবেন৷ ইউটিউব থেকে ‘কৃতি’ সরিয়ে নেওয়ার ঘটনায় সবাইকে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়ে পাল্টা টুইট করেন অনিলও৷ সূত্র : আনন্দাবাজার পত্রিকা
×