ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জন

প্রকাশিত: ০৬:৪৪, ৩০ জুন ২০১৬

রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জন

অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্থবছর শেষের আগেই সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে জাতীয় রাজস্ব বোর্ড। চলতি ২০১৫-১৬ অর্থবছরে ২৭ জুন পর্যন্ত ১ লাখ ৫৪ হাজার ৭৮৪ কোটি টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে এনবিআর। এ বছর রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৫০ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭৮৪ কোটি টাকা; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হাজার ৭৮৪ কোটি টাকা বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি ৫৫ হাজার ৬৮৪ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে মূল্য সংযোজন কর (মূসক) থেকে। এছাড়া আয়কর থেকে ৫৪ হাজার ২৪৫ কোটি টাকা এবং আমদানি পর্যায়ে শুল্ক থেকে ৪৪ হাজার ৮৫৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। নবেম্বরে বড় পরিসরে শুরু হচ্ছে ডেনিম এক্সপো অর্থনৈতিক রিপোর্টার ॥ ডেনিম সংশ্লিষ্টদের আগ্রহ বাড়তে থাকায় আগামী নবেম্বরে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ডেনিম এক্সপোর ৫ম আসর আরও বড় পরিসরে শুরু হচ্ছে। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে নবেম্বরের ৮ ও ৯ তারিখে ওই এক্সপো অনুষ্ঠিত হবে। আয়োজক সূত্র জানিয়েছে, ওই প্রদর্শনীতে এবার বাংলাদেশসহ ১৭টি দেশের ১০০টি প্রতিষ্ঠান অংশ নেবে। প্রদর্শনীতে দেশী বিদেশী মিলিয়ে ৮ হাজার দর্শনার্থী উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। ব্রিটেন থেকে বিদায় নিচ্ছে ভোডাফোন অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্রিটেন থেকে প্রধান কার্যালয় সরিয়ে নেয়ার চিন্তা করছে প্রযুক্তি কোম্পানি ভোডাফোন। তবে তা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসার ব্যাপারে ব্রিটেন কী আলোচনা করছে- তার ওপর নির্ভর করছে। কোম্পানিটির বরাত দিয়ে বিবিসির খবরে এ সতর্কবার্তার কথা জানানো হয়েছে। এক ই-মেইল বার্তায় ভোডাফোন জানিয়েছে, ইইউতে জনগণ, মূলধন ও পণ্যের যে অবাধ চলাচল ছিল ব্রেক্সিটের পর সে সুবিধা ধরে রাখা এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
×