ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মীর সাব্বিরের ‘এফএম মাইক’

প্রকাশিত: ০৩:৪৯, ৩০ জুন ২০১৬

মীর সাব্বিরের ‘এফএম মাইক’

স্টাফ রিপোর্টার ॥ ঈদে বেসরকারী টেলিভিশন চ্যানেল বৈশাখীর ঈদ অনুষ্ঠান মালায় পঞ্চম দিন রাত ১০-৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘এফএম মাইক’। নাটকটি রচনা করেছেন মারুফ রেহমান। পরিচালনা করেছেন মারুফ মিঠু। নাটকে মফিজ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরকে। তার প্রেমিকা ববিতার চরিত্রে অভিনয় করছেন ছোটপর্দার প্রিয়মুখ ফারহানা মিলি। মীর সাব্বির এবং ফারাহানা মিলি ছাড়াও নাটকটিতে অভিনয় করছেন মাহমুদ মিঠু, শাহনেওয়াজ রিপন, মনিরুল ইসলাম রাজিব প্রমুখ। রাজধানীর অদুরে পূবাইলের মনরোম লোকেশনে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে। ‘এফএম মাইক’ নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক মারুফ মিঠু বলেন, ‘এফএম মাইক’ নাটকের গল্পে দেখা যায় মফিজ গ্রামের ছেলে। তিনি ভদ্র, সৎ এবং আচরণে আন্তরিক। গ্রামের এক জায়গায় তার ছোটখাটো ফ্লেক্সিলোডের দোকান আছে। সেখানে টুকটাক গ্রামের মানুষের ফোনে টাকা রিচার্জ করে দেন। তবে মফিজের খুব ইচ্ছে সে একদিন আরজে হবে। কিন্তু উপায় হয় না কিছুতেই। তাই বলে হতাশ হয়নি মফিজ। তার দোকানেই মাইক ব্যবহার করে আরজে বনে যায় সে! মফিজের মাইকের আওয়াজ পেলেই গ্রামের অনেক মানুষ কাজকর্ম ফেলে ছুটে আসেন। আবার মফিজের মাইকের ঘোষণায় অনেকের নানা সমস্যার সমাধানও হয়ে যায়। এদিকে গ্রামের সহজ সরল মেয়ে ববিতার সঙ্গে মফিজের প্রেম। চুপিচুপি সে প্রেম পূর্ণতা পায় গভীরতায়।
×