ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিউইয়র্কে গাইবেন ফেরদৌস আরা

প্রকাশিত: ০৩:৪৯, ৩০ জুন ২০১৬

নিউইয়র্কে গাইবেন ফেরদৌস আরা

সংস্কৃতি ডেস্ক ॥ নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আগামী ১-৩ জুলাই অনুষ্ঠিতব্য ৩৬তম বঙ্গ সম্মেলনে গান গাইবেন বাংলাদেশের বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। সারা বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন দেশের বিশিষ্ট বাঙালী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মীদের মিলনমেলায় পরিণত হবে এবারের এই বঙ্গ সম্মেলন। এবারের সম্মেলনের মূল লক্ষ্য সব ভেদাভেদ ভুলে বাঙালীর ঐক্যবদ্ধতা, বাঙালী সাহিত্য সংস্কৃতিকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া। নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেন মঞ্চে গান গাইবার জন্য বাংলাদেশ থেকে এই প্রথম আমন্ত্রণ পেল কোনো শিল্পী। এ সম্মেলনের ম্যাডিসন স্কয়ার গার্ডেন মঞ্চে একক সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। বঙ্গ সম্মেলনে যোগ দিতে তিনি ২৯ জুন দিবাগত রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
×