ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাশিমপুর কারাগারে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীর মৃত্যু

প্রকাশিত: ০২:৩৬, ২৯ জুন ২০১৬

কাশিমপুর কারাগারে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দন্ডপ্রাপ্ত এক আসামি বুধবার মারা গেছে। তার নাম. সিরাজুল ইসলাম (৬৯)। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানার পশ্চিম মেড্ডা এলাকায়। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি খুনের মামলায় ফাঁসির দন্ড প্রাপ্ত আসামী সিরাজুল ইসলাম বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। কিডনি রোগ, উচ্চ রক্তচাপ ও হৃদরোগে আক্রান্ত ছিলেন সিরাজুল ইসলাম। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে প্রায় এক মাস আগে (২৮ মে) কারাগারে ফিরেছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার ২০০৫ সালের একটি খুনের মামলায় সিরাজুল ইসলাম ও তার দুই ছেলে গ্রেপ্তারের পর ২০১২ সাল থেকে এ কারাগারে রয়েছেন। তারা তিনজনই ওই মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী।
×