ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিখ্যাত বলি সেলেবদের ডাকনাম

প্রকাশিত: ০০:৪২, ২৯ জুন ২০১৬

বিখ্যাত বলি সেলেবদের ডাকনাম

অনলাইন ডেস্ক ॥ আমাদের প্রত্যেকের ডাকনামের সঙ্গেই জড়িয়ে থাকে আমাদের ছোটবেলার স্মৃতি। বড় হয়ে কেউ নিজের ডাকনাম সবাইকে বলতে লজ্জা পায়, কারও ক্ষেত্রে তাঁর ‘ডাকনাম’ই লোকের মুখে মুখে বেশি ফেরে। আর সেলিব্রিটিদের ডাকনামে ক’জনই বা চেনেন! আসুন জেনে নেওয়া যাক বলিউডের কিছু সেলিব্রিটির ডাকনাম, যা হয়ত আপনার অজানা! বলিউডের ‘বং কানেকশন’ বিপাশা বসুকে তাঁর বাড়ির সবাই ‘বনি’ বলে ডাকেন। আলিয়া ভট্ট ছোটবেলায় খুব গোলগাল ছিলেন। তাই বাড়ির সবাই তাঁকে এখনও ‘আলু’ বলে ডাকেন। জানেন শ্রদ্ধা কপূরকে তাঁর ছোটবেলার বন্ধু বরুণ ধবন কি বলে ডাকেন,—চিরকুট! আফতাব শিবদাসানিকে তাঁর বন্ধুরা ‘ফাফি’ বলে ডাকেন। শাহিদ কপূরের ডাকনামটা ভারি অদ্ভুত! তাঁর ডাকনাম ‘সাশা’। জানেন অনিল কপূর তাঁর মেয়েকে কী নামে ডাকেন? সোনমকে তিনি ‘জিরাফ’ বলে ডাকেন। একদা মিস ইন্ডিয়া, বলিউড অভিনেত্রি সেলিনা জেটলির ডাকনাম ‘চিঙ্কি’। প্রিয়ঙ্কা চোপরাকে অভিষেক বচ্চন ‘পিগি চপস’ বলে ডাকা শুরু করেন। তাঁর আসল ডাকনাম অবশ্য ‘মিমি’। রণবীর কপূরকে তাঁর দাদু রাজ কপূর ‘গাংলু’ বলে ডাকতেন। বাড়ির বাকি সবাই তাঁকে ডাব্বু বলেই ডাকেন। বরুণ ধবনের ডাকনাম ‘পাপ্পু’! ছোটবেলায় বরুণের বন্ধুরা তাঁকে এই নাম দেন। পরিণীতি চোপড়ার ডাকনামটাও কিন্তু বেশ সুন্দর। তাঁর ডাকনাম ‘তিশা’। কঙ্গনা রানাউতের ডাকনাম হল ‘আরশাদ’ যাঁর অর্থ হল, সত্ এবং অনুগত। অনুষ্কা শর্মার নামের সঙ্গে মিলিয়েই তাঁর ডাকনাম রাখা হয় ‘নুশি’। বলিউডের মাচো হিরো হৃতিক রোশনের ডাকনামটা ভারি মজার! তাঁর বাড়ির সবাই তাঁকে ‘ডুগ্গু’ বলে ডাকেন। জানেন শিল্পা শেট্টির ডাকনামটাও কী। তাঁর ডাকনাম ‘মান্যা’। ঐশ্বর্যা রাই বচ্চন বি-টাউনে ‘অ্যাশ’ নামেই পরিচিত। কিন্তু তাঁর ডাকনাম ‘গুল্লু’! বলিউডের আর এক বঙ্গতনয়া কঙ্কনা সেন শর্মার ডাকনাম ‘কোকো’। অ্যাকশন হিরো অজয় দেবগনকে তাঁর মা ‘রাজু’ বলে ডাকেন। কাজল কিন্তু তাঁকে শুধু ‘জে’ বলেই ডাকেন। প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনকে বাড়ির সবাই ‘টিটু’ বলে ডাকেন। গর্জাস মাধুরি দীক্ষিতের ডাকনামটা তাঁর সঙ্গে বেশ মানানসই। তাঁর ডাকনাম ‘বাবলি’। সূত্র : আনন্দাবাজার পত্রিকা
×