ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ

প্রকাশিত: ২৩:০২, ২৯ জুন ২০১৬

গাইবান্ধায় প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কর্মীরহাতের উদ্যোগে জেলার ১শ’ জন দুঃস্থ শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে আজ বুধবার বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। আমেরিকার ফ্রি হুইলচেয়ার মিশনের সহযোগিতায় কার্যালয় চত্বরে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আশরাফুল মমিন খান। এ উপলক্ষে কার্যালয় চত্বরে কর্মীরহাতের সভাপতি এম. আব্দুস সোবহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কর্মীরহাতের সহ-সভাপতি মোঃ আব্দুল মাজেদ রাজু, যুগ্ম সম্পাদক আবু জাফর সাবু প্রমুখ। উল্লেখ্য, এ বছর গাইবান্ধা জেলাসহ দেশের রংপুর, বগুড়া, জয়পুরহাট, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও ব্রাহ্মনবাড়িয়া জেলাসহ মোট ১৪টি জেলায় কর্মীরহাতের তত্বাবধানে ৩ হাজার ৩শ’ হুইলচেয়ার বিতরণ করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, কর্মীরহাত ২০০৬ সাল থেকে দরিদ্র শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ কার্যক্রম শুরু করে। তখন থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশের ৫০টি জেলায় ১৬ হাজার ৫শ’ হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। ২০১৬ সালে আরও ৩ হাজার ৩শ’ হুইলচেয়ার বিতরণ কার্যক্রম চলছে।
×