ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে চার প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ২২:১২, ২৯ জুন ২০১৬

টঙ্গীতে চার প্রতারক গ্রেফতার

নিজস্ব সংবাদাদাতা, সাভার ॥ সাভারে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। একটি বে-সরকারী ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর গ্রাহকের কাছ থেকে কৌশলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ বুধবার সকালে গাজীপুরের টঙ্গীর এরশাদনগর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- আশিকুর রহমান আশিক, আকবর আলী, সেলিম মিয়া এবং কোরবান আলী। জানা গেছে জানায়, মঙ্গলবার দুপুরে সাভার বাজার বাসষ্ট্যান্ডস্থ ইসলামী ব্যাংক সাভার শাখায় আলমাছ হোসেন নামের একজন গ্রাহক টাকা উত্তোলনের পর তার কাছ থেকে কৌশলে প্রতারক চক্রের অন্যতম সদস্য আশিকুর রহমান আশিক তার কাছ থেকে একলাখ টাকা হাতিয়ে নেয়। এদিকে টাকা হাতিয়ে নেওেয়ার খবর জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশিককে গ্রেফতার করে। তবে এ সময় তার অন্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আশিকের দেয়ার তথ্যানুযায়ী মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত গাজীপুরের টঙ্গীর এরশাদনগরের একটি বাড়ি থেকে তার অপর সহযোগী আকবর আলী, সেলিম মিয়া এবং কোরবান আলীকে গ্রেফতার করা হয়। আটককৃতরা জানায়, রবি নামের এক ব্যক্তির নির্দেশেই তারা এ কাজে সম্পৃক্ত হয়। তবে তাকে এখন পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ। সাভার মডেল থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেছেন, আটককৃতরা বিভিন্ন কৌশলে সাধারন মানুষের টাকা ও মূল্যবান মালামাল হাতিয়ে নেয়।
×