ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দামুড়হুদায় জমে উঠেছে ঈদের কেনাকাটা

প্রকাশিত: ২০:২৮, ২৯ জুন ২০১৬

দামুড়হুদায় জমে উঠেছে ঈদের কেনাকাটা

সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জমে উঠেছে ঈদের কেনাকাটা। ছোট-বড় সব ধরনের মার্কেটে চলছে কেনাকাটার ধুম। ইফতারের কিছুটা সময় ব্যতীত সকাল থেকে একটানা গভীর রাত পর্যন্ত চলছে এ কেনাকাটার কাজ।রোজার প্রথম দিন থেকে ঈদের কেনাকাটা করতে পরিবারের সদস্যদের নিয়ে উপজেলার বিভিন্ন বাজারের বিভিন্ন মার্কেটগুলো থেকে কেনাকাটা করতে দেখা যায়। এরই মধ্যে উপজেলা সদর ও দর্শনা পৌরসভাসহ পাশ্ববর্তী হাটবাজারগুলোতেও উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই গভীর রাত পর্যন্ত দোকান ও বিপণিবিতানগুলো ক্রেতাসমাগমে মুখর হয়ে উঠেছে। বাহারি পোশাক আর নতুন ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে দোকানিরা ক্রেতা আকর্ষণ করছে। তবে দেশি পোশাকের চেয়ে ভারতীয় পোশাকের চাহিদা বেশি। তবে উঠতি বয়সী ছেলেমেয়েদের আকৃষ্ট করে এমন নাম নিয়ে এবারও বাজারে এসেছে আকর্ষণীয় ডিজাইনের সালোয়ার কামিজ শাট প্যান্ট টি শাট। গৃহিণীদের জন্য পিওর সুতি, সাউথ, কানজিবরন, কাতান, বেনারশি ও জামদানি শাড়িও রয়েছে। রমজানের প্রথমদিকে দোকানে ক্রয়-বিক্রয় কম থাকলেও বর্তমানে অনেক বেশি।
×