ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়ায় মসজিদে সন্ত্রাসী হামলা

প্রকাশিত: ২০:২৭, ২৯ জুন ২০১৬

অস্ট্রেলিয়ায় মসজিদে সন্ত্রাসী হামলা

অনলাইন ডেস্ক॥ মসজিদে মানুষ নামাজ পড়ছিলেন। তখনই একদল সন্ত্রাসী মসজিদ প্রাঙ্গণে পেট্রোল বোমা দিয়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি ঘটে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার দিকে অস্ট্রেলিয়ার পার্থ শহরে। ব্রিটেনের ডেইলি মেইলের খবরে বলা হয়, ঘটনার সময় মসজিদ ভর্তি মুসল্লি নামাজ আদায় করছিলেন। ধারণা করা হচ্ছে, পেট্রোল বোমাটি মসজিদের বাইরে পার্ক করা একটি গাড়িতে বসানো ছিল। ভীত মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে দেখতে পান দেয়ালে লিখা ছিল, ফাক ইসলাম। এছাড়া মসজিদের বাইরে বেশ কয়েকটি গাড়িও এই হামলার শিকার হয়। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ জানিয়েছে, মসজিদের বাইরে পার্ক করে রাখা গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে আগুন ধরাতে দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল। স্থানীয় সাংসদ ক্রিস তালেন্টির ঘটনার নিন্দা প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রকৃত অর্থে হামলাটি শুধু মুসলমানদের করা হয়নি। এটা আমাদের সবার ওপর হামলা।
×