ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৈয়দপুরে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১৮:৪৭, ২৯ জুন ২০১৬

সৈয়দপুরে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্য তৈরি, বিএসটিআইর অনুমোদন না থাকার দায়ে নীলফামারীর সৈয়দপুরে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেন এ অভিযান পরিচালনা করেন। সুত্র মতে ভ্রাম্যমান আদালত পরিচালনায় হোটেল তাজিরের মালিককে ৫০ হাজার, হোটেল আল শামসের মালিককে ৩০ হাজার, বনফুল হোটেলের মালিককে ২০ হাজার, তাজ চানাচুরের মালিককে ১০ হাজার ও ডায়মন্ড সেমাইয়ের মালিকের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এসময় বিএসটিআইর রিজিওনাল অফিসার শাহাদত হোসেনসহ উপজেলা ও শহর স্যানিটারি পরিদর্শকরা উপস্থিত ছিলেন।
×