ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা

প্রকাশিত: ০৮:৪৬, ২৯ জুন ২০১৬

দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। সরকারী কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে কোন প্রকার অবহেলা করার সুযোগ নেই। যারা দায়িত্বে অবহেলা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারী জনগণের সেবায় নিয়োজিত। তাদের কারণে যদি জনগণের কোন ভোগান্তি ঘটে তাহলে তার জন্য দায়ী কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয় কোনরকম দ্বিধা করবে না। মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ দফতর ও সংস্থাসমূহের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. প্রশান্ত কুমার রায় ও মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন বিভাগ ও সংস্থা প্রধানগণ।
×