ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র

প্রকাশিত: ০৬:৫৯, ২৯ জুন ২০১৬

পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র

পৌরনীতি ও সুশাসন ১মপত্র (পূর্ব প্রকাশের পর) ১৯. নেতার চরিত্রে সততা ও দৃঢ়তা প্রয়োজন। এর ফলে জনগণের মধ্যে সৃষ্টি হয়- র. শৃঙ্খলাবোধ রর. আনুগত্য ররর. শ্রদ্ধা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ২০. বিচার বিভাগের কাজ হলো- র. আইন অনুযায়ী বিচার করা রর. সংবিধান সমুন্নত রাখা ররর. মৌলিক অধিকার রক্ষা নিচের কোনটি সঠিক? ক) র, ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ২১. ভাষা আন্দোলন হয় কত সালে? ক) ১৯৫২ খ) ১৯৫৪ গ) ১৯৬৬ ঘ) ১৯৭০ ২২. প্রশাসনিক ক্ষেত্রে কয় শ্রেণির প্রশাসক দেখা যায়? ক) এক খ) দুই গ) তিন ঘ) চার ২৩. জাতীয়তা হচ্ছে- র. মানসিক ঐক্য রর. একই ভাষা ররর. সাংস্কৃতিক মিল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৪. সুশাসনের পথে সরাসরি বাধা হিসেবে কাজ করে কোনটি? ক) রাজনৈতিক অস্থিরতা খ) নেতৃত্বের সংকট গ) দুর্নীতি ঘ) সহিংস রাজনৈতিক পরিবেশ ২৫. পৌরনীতি- ক) রাষ্ট্রবিজ্ঞানের শাখা খ) সমাজবিজ্ঞানের শাখা গ) সামাজিক বিজ্ঞানের শাখা ঘ) নৃবিজ্ঞানের শাখা ২৬. শাসন বিভাগকে চাপসৃষ্টিকারী গোষ্ঠসমূহ কীভাবে সাহায্য করে? ক) যোগাযোগ রক্ষা করে খ) আর্থিক সাহায্য করে গ) তথ্য দিয়ে ঘ) প্রযুক্তি দিয়ে ২৭. কোনটি রাজনৈতিক দলের কার্যাবলি? ক) আইন প্রণয়ন খ) বিচার করা গ) সরকার গঠন ঘ) আইন প্রয়োগ ২৮. জাতীয়তাবাদের আদর্শ- র. মহান রর. মারাত্মক ররর. উন্নত নিচের কোনটি সর্ঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ২৯. "দেশের উন্নয়নের প্রতিটি স্তরের জন্য সুশাসন আবশ্যক।" কে বলেছেন? ক) ওখঙ খ) ওগঋ গ) টঘউচ ঘ) ডঙজখফ ইঅঘক ৩০. "ই-গভর্নেন্স বলতে সরকারি ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহারে মাধ্যমে জনগণ, ববসায়িক পক্ষ এবং সক্ষমতাকে সাথে, দ্রুত ও স্বচ্ছভাবে জনগণ এবং অন্যান্য সংস্থাকে সরকারের প্রশাসনিক তথ্য সরবরাহ করা।" - কার উক্তি?:" ক) আব্রাহাম লিংকন খ) বিশ্বব্যাংক গ) ইউনেস্কো ঘ) ইউএনিডিপি ৩১. কোন নেতৃত্ব দ্বারা দল পরিচালিত হয়? ক) আঞ্চলিক নেতৃত্ব খ) কেন্দ্রীয় নেতৃত্ব গ) তৃণমূল নেতৃত্ব ঘ) উপরের সবকয়টি ৩২. অধ্যাদশ জারি করতে পারে কোন বিভাগ? ক) আইন বিভাগ খ) শাসন বিভাগ গ) বিচার বিভাগ ঘ) গণ বিভাগ ৩৩. আইন বিভাগের মূল কাজ কী? ক) আইন প্রণয়ন খ) আইন প্রয়োগ গ) আইনের আলোকে বিচার করা ঘ) বিদেশের সাথে সম্পর্ক রাখা ৩৪. কিছু স্বার্থান্বেষী ব্যক্তিকে নিয়ে গড়ে ওঠে? ক) রাজনৈতিক দল খ) প্রতিষ্ঠান গ) সচিবালয় ঘ) উপদল ৩৫. বৃহত্তর ও ক্ষুদ্র অর্থে পৌরনীতির ধারণার মধ্যে মূলত পার্থক্য পরিলক্ষিত হয়- র. পরিধির ক্ষেত্রে রর. বিষয়বস্তুর ক্ষেত্রে ররর. সংগার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৩৬. জাতিসংঘের সাধারণ পরিষদ কবে মানবধিকারের ঘোষণা দেয়? ক) ১০ ই ডিসেম্বর, ১৯৪৮ খ) ১০ ই ডিসেম্বর, ১৯৪৭ গ) ১০ ই ডিসেম্বর, ১৯৪৭ ঘ) ১লা জুলাই, ১৯৪৬ ৩৭. দুর্নীতি দমন কমিশন জনৈক মন্ত্রীর পি.এস. এর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে দেখল, সে একজন সাধারণ দলীয় কর্মী থেকে বর্তমানে কয়েক কোটি টাকার মালিক। এতে রাজনৈতিক দলের কোন দিক তুলে ধরা হয়? ক) স্বজনপ্রীতি খ) অঞ্চলপ্রীতি গ) বিভক্তি ঘ) দলীয়করণ ৩৮. "রাজনৈতিক সংস্কৃতি বহু উপাদানের সমন্বয়ে সৃশৃঙ্খলভাবে গঠিত।" বলেছেন? ক) অ্যালমন্ড খ) লুসিয়ান গ) ফাইনার ঘ) বেন্থাম ৩৯. বিচারক নিয়োগের সবচেয়ে উত্তম পদ্ধতি কোনটি? ক) জনগণের ভোটে খ) আইনসভার ভোটে গ) বিচারকগণের ভোটে ঘ) শাসন বিভাগ কর্তৃক সরাসরি নিয়োগ ৪০. মার্কিন যুক্তরাষ্ট্র ই-গভর্নেন্স আইন প্রবর্তন করে কত সালে? ক) ২০০০ খ) ২০০১ গ) ২০০০২ ঘ) ২০০৩ ৪১. কোন আইনের মাধ্যমে মেধা পাচার নিয়ন্ত্রণ করা সম্ভব? ক) ওচজ খ) ওজজ গ) ওওজ ঘ) ওঘজ ৪২. বিবর্তনের কোন পর্যায়ে গ্রিসে নগররাষ্ট্রের উদ্ভব ঘটে? ক) প্রথম খ) দ্বিতীয় গ) তৃতীয় ঘ) চতুর্থ ৪৩. দেশের প্রণীত আইন, বিধিবিধান ও নীতি অনুযায়ী- ক) সরকার পরিচালিত হয় খ) শাসন বিভাগ পরিচালিত হয় গ) দেশ পরিচালিত হয় ঘ) বিচার বিভাগ পরিচালিত হয় ৪৪. দার্শনিক ফিকৃটে কোন দেশের অধিবাসী ছিলেন? ক) ইতালি খ) গ্রিস গ) জার্মানি ঘ) ফ্রান্স অনুচ্ছেদটি পড়ে নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: পৌরনীতি ও সুশাসন ক্লাসে সরকারের বিভিন্ন বিভাগ সম্পর্কে পড়াতে গিয়ে স্যার বললেন, সরকারের বিভাগের মধ্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিভাগটির মুখ্য দায়িত্ব আইনের ব্যাখ্যা এবং প্রয়োগ করা। অপরাধীর দন্ড বিধান করা ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। ৪৫. ১৯৯০ সালে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জনস্বার্থে বিরোধী সামরিক সরকারকে হটিয়ে কোন শাসন প্রতিষ্ঠা করেন? ক) বিচার বিভাগ খ) আইন বিভাগ গ) শাসন বিভাগ ঘ) সামরিক শাসন সঠিক উত্তর: ২৭. (গ) ২৮. (গ) ২৯. (খ) ৩০. (গ) ৩১. (খ) ৩২. (খ) ৩৩. (ক) ৩৪. (ঘ) ৩৫. (ক) ৩৬. (ক) ৩৭. (ক) ৩৮. (ক) ৩৯. (ঘ) ৪০. (গ) ৪১. (ক) ৪২. (খ) ৪৩. (গ) ৪৪. (গ) ৪৫. (গ)
×