ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অলিম্পিক পর্যন্ত বিশ্র্রাম চান ইভানোভিচ

প্রকাশিত: ০৬:৩৫, ২৯ জুন ২০১৬

অলিম্পিক পর্যন্ত বিশ্র্রাম চান ইভানোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ একটা সময় ছিলেন বিশ্বের এক নম্বর। সেটা ৮ বছর আগের কথা। এরপর থেকে ক্যারিয়ারে উত্থান আর পতনের মধ্যে দিয়ে গেছেন সার্বিয়ান সুন্দরী আনা ইভানোভিচ। গত বছরটাও দুর্দান্ত খেলেছিলেন, কিন্তু এ বছর সেটা ধরে রাখতে পারেননি। সে কারণে এখন ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ে সেরা বিশের তালিকা থেকেও বাইরে চলে গেছেন (বর্তমানে ২৫ নম্বর)। ধারাবাহিকতার অভাবে একের পর এক ব্যর্থতাও সঙ্গী হয়েছে তার। এমনকি বছরের সেরা আসর, মর্যাদার গ্র্যান্ডসøাম উইম্বল্ডন টেনিস টুর্নামেন্টে একটা ম্যাচও জিততে পারলেন না। প্রথম পর্বেই তিনি বিশ্বের ২২৩ নম্বর খেলোয়াড় রাশিয়ার একাতেরিনা আলেক্সান্দ্রোভার কাছে হেরে বিদায় নিয়েছেন। তবে এজন্য কব্জির ইনজুরিই দায়ী বলে দাবি করেছেন ইভানোভিচ। জানিয়েছেন আগস্টে রিও ডি জেনিরো অলিম্পিক পর্যন্ত বিশ্রাম নেবেন। ২০০৮ সালে ক্যারিয়ারের একমাত্র গ্র্যান্ডসøাম হিসেবে জিতেছিলেন ফ্রেঞ্চ ওপেন। সে বছরটাই ইভানোভিচের জন্য ছিল সবচেয়ে স্বর্ণালী সময়। উঠে যান ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে। এরপর আর বড় কোন সাফল্য পাননি তিনি গ্র্যান্ডসøামে। সর্বশেষ ২০১২ সালে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল খেলতে পেরেছিলেন। গত চার বছরের মধ্যে এটিই তার সেরা সাফল্য। অথচ এখনও ক্যারিয়ারে ভাল কিছু করার যথেষ্ট সময় আছে এ সার্বিয়ান তরুণীর। কারণ সবেমাত্র ২৮ বছর বয়স তার। এর আগে একবারই উইম্বল্ডনের প্রথম পর্বে হেরে গিয়েছিলেন। তারপর আরেকটি প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়ার দুঃসহ বেদনা সঙ্গী হলো তার। এটি ছিল অল ইংল্যান্ড ক্লাবে তার ১২তম অংশগ্রহণ। ডান কব্জির ইনজুরি সমস্যাই এর পেছনে মূলত ভূমিকা রেখেছে। এ বিষয়ে ইভানোভিচ বলেন, ‘আমি যখন ফোরহ্যান্ড শট নিতে যাচ্ছি তখন খুবই সমস্যা হচ্ছে জোর প্রয়োগ করা।
×