ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিউইয়র্কে আলোচনা সভা

সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই

প্রকাশিত: ০৪:০৩, ২৯ জুন ২০১৬

সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৬ জুন নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে নান্দুস পাটি হল মিলনায়তনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদানকারী এ সংগঠনের দীর্ঘ ৬৭ বছরের ইতিহাস-ঐতিহ্য বিশ্লেষণ করেন। এ সময় তারা ‘বাঙালী জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন। আওয়ামী লীগের ঐতিহ্য অটুট রেখে সুদূর এ প্রবাসেও সকলে একযোগে কাজ করার সংকল্প ব্যক্ত করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বশারত আলী। প্রধান অতিথি ছিলেন দলীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পথে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। এ প্রত্যয় পূরণে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। আরও বক্তব্য রাখেনÑ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আকতার হোসেন, সামসুদ্দীন আজাদ, লুৎফুল করিম, সাংগঠনিক সম্পাদক ফারুক আহাম্মেদ, আব্দুর রহিম বাদশা, চন্দন দত্ত প্রমুখ। অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনÑ হিন্দোল কাদির বাপ্পা, শরীফ কামরুল আলম হীরা, আব্দুল হামিদ, এম আলম বিপ্লব, ইলিয়ার রহমান, রফিকুল ইসলাম, জহির উদ্দীন, হুসেন রানা, মহিলা আওয়ামী লীগের সভনেত্রী শাহানাজ মমতাজ প্রমুখ। স্বাগত বক্তব্যে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ বলেন, ‘স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা সংগঠন আওয়ামী লীগ ৬৭ বছরের দীর্ঘ পথপরিক্রমায় একটি আদর্শ, বিশ্বাস, চেতনা ও মূল্যবোধে পরিণত হয়েছে, যে সংগঠনটি বাঙালী জাতিকে তার আদর্শে অনুপ্রাণিত-চেতনায় উজ্জীবিত আর নীতিকে বিশ্বাসে পরিণত করে নিজস্ব জাতি-রাষ্ট্র গঠনের মন্ত্রে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছে।’
×