ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংসদে গৃহায়নমন্ত্রী

দেশে পরিত্যক্ত বাড়ি ১০ হাজারের বেশি, অবৈধ দখলে ১২৮ সরকারী বাড়ি

প্রকাশিত: ০৮:২৫, ২৮ জুন ২০১৬

দেশে পরিত্যক্ত বাড়ি ১০ হাজারের বেশি, অবৈধ দখলে ১২৮ সরকারী বাড়ি

সংসদ রিপোর্টার ॥ সারাদেশে মোট ১০ হাজার ৪২৪ পরিত্যক্ত বাড়ি রয়েছে। এছাড়া বর্তমানে ১২৮টি সরকারী বাড়ি সরকারী কর্মকর্তা-কর্মচারীদের অবৈধ দখলে রয়েছে। এসব বাসা/বাড়ির বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন আদালতে মামলা দায়ের করে বসবাস করছেন। উক্ত বাড়িগুলো দ্রুত উদ্ধার করে সরকারের আয়ত্তে আনার লক্ষ্যে রীট মামলাগুলো প্রতিদ্বন্দ্বিতা করে থাকে। সোমবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে এমএ লতিফের প্রশ্নের জবাবে এ তথ্য জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
×