ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্রিটেনের দৃষ্টান্ত মেনে দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানালেন খালেদা জিয়া

প্রকাশিত: ০৭:৪৬, ২৮ জুন ২০১৬

ব্রিটেনের দৃষ্টান্ত মেনে দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানালেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ অবৈধভাবে ক্ষমতা ধরে না রেখে অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও গ্রহগযোগ্য নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। একই সঙ্গে তিনি সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বানও জানান। তিনি বলেন, ব্রিটেনের গণভোটের পর সেখানকার প্রধানমন্ত্রী রায় মেনে নির্বাচন ঘোষণা করেছেন। তেমনি ব্রিটেনকে অনুসরণ করে বাংলাদেশে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনগণের চাওয়া পাওয়ার কথা চিন্তা করেই প্রধানমন্ত্রীর পদত্যাগের আহ্বান জানান তিনি। সোমবার ইস্কাটনের লেডিস ক্লাবে এক ইফতার মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন। এগ্রিকালচারিস্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এ ইফতার পার্টির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেগম জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে আরও বলেন, আপনি জনগণের দ্বারা নির্বাচিত নন। সুতরাং পদত্যাগ করুন এবং জনগণের কথা চিন্তা করে নির্বাচন দিন। সেই নির্বাচনে জিতলে আমরা আপনাকে মেনে নেব। আমরা জিতলেও আপনাকে মেনে নিতে হবে। তিনি বলেন, জনগণের দ্বারা নির্বাচিত সরকার হওয়া সত্ত্বেও গণভোটে পরাজিত হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। আজ মঙ্গলবার ইস্কাটনের লেডিস ক্লাবে ঢাকা মহানগর বিএনপির ইফতার মাহফিলে খালেদা জিয়ার প্রধান অতিথি থাকবেন।
×