ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রিমিয়ার হকি ॥ আম্পায়ার লাঞ্ছিত করায় আবাহনীর মিজানুর ৩ ম্যাচ নিষিদ্ধ

গুরুত্বপূর্ণ ম্যাচে আবাহনীর মুখোমুখি মেরিনার

প্রকাশিত: ০৪:৩৩, ২৭ জুন ২০১৬

গুরুত্বপূর্ণ ম্যাচে আবাহনীর মুখোমুখি মেরিনার

স্পোর্টস রিপোর্টার ॥ ‘গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লীগ’-এ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আজ ‘সুপার সিক্স’ পর্বে মাঠে নামছে মোহামেডান-ওয়ান্ডারার্স ও আবাহনী-মেরিনার। দ্বিতীয় ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। আবাহনী জিতলে তাদের রানার্সআপ হওয়ার একটা সুযোগ থাকবে। আর ড্র করলে মেরিনার টিকে থাকবে শিরোপা লড়াইয়ে। বর্তমানে ১৩ ম্যাচে আবাহনীর পয়েন্ট ৩০। অবস্থান তৃতীয় এবং ১৪ ম্যাচে মেরিনার্সের পয়েন্ট ৩৭। অবস্থান দ্বিতীয়। ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ঊষা ক্রীড়া চক্র। ওদিকে রেস থেকে ছিটকে পড়েছে মোহামেডান। ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান চতুর্থ। পক্ষান্তরে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে তলানিতে আছে ওয়ান্ডারার্স। একি অল্প পাপে অধিক শাস্তি হয়েছে আবাহনীর হকি খেলোয়াড় মিজানুর রহমানের। শনিবার আবাহনী ও ঊষার মধ্যকার ম্যাচ শেষ হওয়ার ৪ সেকেন্ড আগে বিদেশী আম্পায়ারের একটি সিদ্ধান্তের প্রতিবাদে বাগ্বিত-ায় আবাহনীর মিজানুর রহমান ওমানী আম্পায়ারকে লাথি মারেন। আম্পায়ার তাকে লাল কার্ড দেখালে টেন্টে থাকা কর্মকর্তারা ওই খেলোয়াড়কে কিছু না বলে আম্পায়ারকেই গালমন্দ করতে থাকেন। প্রায় ২০ মিনিটের মতো খেলা বন্ধ থাকার পর আবাহনীর কোচ মাহবুব হারুনের সম্মতিতে পরে ৪ সেকেন্ড খেলা হয়। যে ম্যাচটির ফলাফল ছিল ১-১ গোলে ড্র। আর এই ড্রতেই ছিটকে পড়ে আবাহনী। ওইদিনই লীগ কমিটির সভায় উপস্থিত ছিলেন তিনটি ক্লাবের কর্মকর্তা, লীগ কমিটির সম্পাদক মইনুজ্জামান পিলা ও ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনভীর আদিল খান। তারা আলাপ আলোচনায় আবাহনীর খেলোয়াড় মিজানুর রহমানকে এই লীগ থেকে নিষিদ্ধ করেন। অর্থাৎ আবাহনীর বাকি তিনটি ম্যাচ তিনি আর খেলতে পারবেন না। তাছাড়া ক্লাবগুলোর কর্মকর্তাদের হুঁশিয়ার করে দেয়া হয়।
×