ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাবনায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

প্রকাশিত: ২২:২৪, ২৬ জুন ২০১৬

পাবনায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ জেলা মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে দেশের খবর রবিবার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ প্রচারবিরোধী আন্তর্জাতিক দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষে টাউন হলের সামনে মানববন্ধন, রিক্সা, সাইকেল র‌্যালী, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। মাদকবিরোধী এ মানববন্ধনে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীরা অংশ নেন। এরপর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক মাদকবিরোধী এক আলোচনার আয়োজন করা হয়। জেলা প্রশাসক রেখা রাণী বালোর সভাপতিত্বে এ আলোচনায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ সাইফ উদ্দিন ইয়াহিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মুন্সি মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা মাদকদ্রব নিয়ন্ত্রন অধিদপ্তরের জাহিদ হোসেন মোল্লা প্রমুখ। এ আলোচনা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারি স্কুল কলেজের বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়্।
×