ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইতিহাস প্রথম পত্র

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৫২, ২৬ জুন ২০১৬

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১১. ভাষাশহিদ রফিকের বিচ্ছিন্ন মাথা হাতে করে নিয়ে যান কে? ক) ড. খোদেজা বেগম খ) ড. মশাররফুর রহমান গ) বিনয়কৃষ্ণ মজুমদার ঘ) ড. আমিনুল ইসলাম ১২. কলকাতার কত নং বাড়িটি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের স্থায়ী কার্যালয় রূপে গড়ে ওঠে? ক) ৫৫/৮ খ) ৫৬/৮ গ) ৫৭/৮ ঘ) ৫৮/৮ ১৩. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কোনটি? ক) বীরউত্তম খ) বীরপ্রতীক গ) বীরবিক্রম ঘ) বীরশ্রেষ্ঠ ১৪. ভারত কবে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে? ক) ১৯৭১ সালের ৩ ডিসেম্বর খ) ১৯৭১ সালের ৬ ডিসেম্বর গ) ১৯৭১ সালের ৯ ডিসেম্বর ঘ) ১৯৭১ সালের ১২ ডিসেম্বর ১৫. ডালহৌসির সময়ে উল্লেখযোগ্য ঘটনা কোনটি? ক) পদোন্নতি প্রথাচালু খ) দক্ষতার ভিত্তিতে পদোন্নতি গ) যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘ) শক্তিশালী রেজিমেন্ট গঠন ১৬. যুক্তফ্রন্ট মন্ত্রিসভার স্থায়িত্ব ছিল কত দিন? ক) ১১দিন খ) ১৪ দিন গ) ১৭ দিন ঘ) ১৮ দিন ১৭. মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় স্থাপিত হয়? ক) মেহেরপুর খ) কালুরঘাটে গ) নাটোরে ঘ) ঢাকায় ১৮. ক্যাপ্টন মনসুর আলী মুক্তিযুদ্ধের সময় যোদ্ধাদের সাহায্য করেছিলেন- র. অন্ন দিয়ে রর. বস্ত্র দিয়ে ররর. অর্থ দিয়ে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৯. ইস্ট ইন্ডিয়া কোম্পনি প্রাচ্য দেশে বাণিজ্যের সনদ লাভ করেন কত জন ইংরেজ বণিকের প্রচেষ্টায়? ক) ১১ জন খ) ১৪ জন গ) ১৬ জন ঘ) ১৮ জন ২০. ভাতরীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? ক) উইলিয়াম জোন্স খ) অ্যালন অক্টোভিয়ান হিউম গ) মার্শাল জোসেফ ঘ) মহাত্মা গান্ধী ২১. বর্ধমান হাউস-এর বর্তমান নাম কী? ক) কার্জন হল খ) বাংলা একাডেমী গ) চামেলী হাউস ঘ) গণভবন ২২. ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ গণঅভ্যূত্থানে কত দফা কর্মসূচি ঘোষণা করে? ক) ৬ দফা খ) ১১ দফা গ) ১৫ দফা ঘ) ২১ দফা ২৩. হোয়াইল হেমার ওয়াডারল্যান্ড কোন দেশের নাগরিক? ক) ব্রিটেন খ) আমেরিকা গ) অস্ট্রেলিয়া ঘ) আফ্রিকা ২৪. বাঙালিকে স্বাধীনতার অনুপ্রাণিত করেছিল কার ভাষণ? ক) ইয়াহিয়া খানের খ) ভুট্টোর ভাষণ গ) টিক্কাখানের ভাষণ ঘ) শেখ মুজিবুর রহমানের ভাষণ ২৫. ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী আক্রমণ করে- র. রাজারবাগ পুলিশ ক্যাম্প রর. পিলখানা ইপিআর ক্যাম্প ররর. ঢাকা বিশ্ববিদ্যালয় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৬. মুক্তিযুদ্ধের সময় ভারতের অংশগ্রহণে বাংলাদেশের উপকারি দিক হলো- র. বাঙালি শরণার্থীদের আশ্রয় ও সহায়তা রর. মুক্তিসেনাদের ট্রেনিং ররর. মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত তৈরি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৭. শহিদ রফিকের পিতা পেশায় কী ছিলেন? ক) ওকালতি খ) ডাক্তার গ) ব্যবসায়ী ঘ) কৃষক ২৮. কোন রাত্রিকে কাল রাত্রি বলা হয়? ক) ২৩ মার্চ খ) ২৬ মার্চ গ) ২৭ মার্চ ঘ) ২৮ মার্চ সঠিক উত্তর: ১১. (খ) ১২. (গ) ১৩. (ঘ) ১৪. (খ) ১৫. (গ) ১৬. (খ) ১৭. (ক) ১৮. (ঘ) ১৯. (ঘ) ২০. (খ) ২১. (খ) ২২. (খ) ২৩. (গ) ২৪. (ঘ) ২৫. (ঘ) ২৬. (ঘ) ২৭. (গ) ২৮. (খ)
×