ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লেনদেনের শীর্ষে একমি ল্যাবরেটরিজ

প্রকাশিত: ০৬:৩৮, ২৬ জুন ২০১৬

লেনদেনের শীর্ষে একমি ল্যাবরেটরিজ

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড। তবে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির লেনদেন কমেছে ৫ দশমিক ৬০ শতাংশ। আলোচিত সপ্তাহে কোম্পানিটি মোট ৮১ লাখ ৫৭ হাজার ৬১৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ছিল ৯৪ কোটি ৩৩ লাখ ২৫ হাজার টাকা। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড। আলোচিত সপ্তাহে কোম্পানিটির লেনদেন কমেছে ২ দশমিক ২৯ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ৫১৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ছিল ৬০ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা অলিম্পিক অ্যাক্সেসরিজের দেন কমেছে ১ দশমিক ৪৬ শতাংশ। আলোচিত সপ্তাহে কোম্পানিটি ২ কোটি ৬ লাখ ৭০ হাজার ৬৩২টি শেয়ার লেনদেন করেছে। -অর্থনৈতিক রিপোর্টার ফারইস্ট ইসলামী লাইফের সভা ২৮ জুন পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর ৩টায় সভাটি হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওই প্রতিবেদন থেকে কোম্পানির প্রথম প্রান্তিকের তথ্য পাওয়া যাবে। -অর্থনৈতিক রিপোর্টার
×