ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চলতি সপ্তাহে ১০ কোম্পানির এজিএম

প্রকাশিত: ০৬:৩৮, ২৬ জুন ২০১৬

চলতি সপ্তাহে ১০ কোম্পানির এজিএম

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, শাহজালাল ইসলামী ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক ও রূপালী ব্যাংক লিমিটেড। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ॥ মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের এজিএমর রবিবার সকাল ১১টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বিজিআইসি ॥ বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির (বিজিআইসি) এজিএম রবিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা লেডিস ক্লাবে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। শাহজালাল ইসলামী ব্যাংক ॥ এই ব্যাংকের এজিএম ও ইজিএম রবিবার সকাল ১০টায় ও সাড়ে ১০টায় রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রগতি ইন্স্যুরেন্স ॥ প্রগতি ইন্স্যুরেন্সের এজিএম ২৭ জুন সকাল ১০টায় বিয়াম ফাউন্ডেশনে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কর্ণফুলী ইন্স্যুরেন্স ॥ এই কোম্পানির এজিএম আগামী ২৭ জুন সকাল সাড়ে ১০টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনার্সে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ॥ এই কোম্পানির এজিএম ২৭ জুন সকাল সাড়ে ১০টায় ডেল্টা লাইফ টাওয়ারে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রভাতি ইন্স্যুরেন্স ॥ এই কোম্পানির এজিএম আগামী ২৮ জুন সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিমিটেডে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা ইন্স্যুরেন্স ॥ ঢাকা ইন্স্যুরেন্সের এজিএম আগামী ২৯ জুন সকাল সাড়ে ১০টায় আইডিবি ভবনে, মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ন্যাশনাল ব্যাংক ॥ এই ব্যাংকের এজিএম ও ইজিএম ২৯ জুন দুপুর ১২টা ও ১২টা ১৫ মিনিটে উৎসব, র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
×