ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজনৈতিক নৈরাজ্যে দেশ রসাতলে যাচ্ছে ॥ ফখরুল

প্রকাশিত: ০৮:৪৯, ২৫ জুন ২০১৬

রাজনৈতিক নৈরাজ্যে দেশ রসাতলে  যাচ্ছে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক ও রাজনৈতিক নৈরাজ্যে দেশ রসাতলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ‘ম্যাব’ নামক একটি সংগঠন আয়োজিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পর্যালোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা ইচ্ছা তাই করছে এবং যাকে তাকে ক্রসফায়ারে দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এ বাজেট জনগণের বাজেট নয় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এ বাজেট জনগণের কল্যাণে আসবে না। তিনি বলেন, এ সরকার জনগণের সরকার নয়, অবৈধ সরকার। নির্বাচনের নামে নাটক করে, জোর করে এ সরকার ক্ষমতায় এসেছে। তাই জনগণের কথা চিন্তা না করে সরকারের বিশেষ মহলের প্রত্যাশা পূরণ ও নিজেরা লুটপাট করার লক্ষ্যে এ বাজেট তৈরি করেছে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেনÑ বিএনপির যুগ্মমহাসচিব রুহুল করির রিজভী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, জাবির সাবেক ভিসি অধ্যাপক মুস্তাহিদুর রহমান, ঢাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ প্রমুখ। সন্ধ্যায় ড্যাবের হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল শাখা ইফতার মাহফিলে মির্জা ফখরুল বলেন, সরকার এখন জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, জঙ্গী দমনের নামে সাঁড়াশি অভিযানে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ ও বিচার ছাড়া কেন বন্দুকযুদ্ধের কথা বলে হত্যা করা হচ্ছে? জনগণের কাছে বন্দুকযুদ্ধ হাস্যকর ও ক্রসফায়ার তামাশায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদের সভাপতিত্বে ড্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক একেএম আজিজুল হকসহ সংগঠনের অন্য নেতা ইফতার মাহফিলে বক্তব্য রাখেন।
×