ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফেড কাপ টুর্নামেন্ট

শেখ রাসেলকে হারিয়ে ফাইনালে ঢাকা আবাহনী

প্রকাশিত: ০৮:৪৯, ২৫ জুন ২০১৬

শেখ রাসেলকে হারিয়ে ফাইনালে ঢাকা আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ ছয় বছর পর আবারও শিরোপার সুবাতাস পেল ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত ঢাকা আবাহনী লিমিটেড। ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে তারা। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে আটবারের চ্যাম্পিয়ন আবাহনী ২-১ গোলে হারায় এ আসরের ২০১২ সালের শিরোপাধারী ‘বেঙ্গল ব্লুজ’ খ্যাত শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডকে। ফাইনালে আবাহনীর প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ, যারা দীর্ঘ ১৫ বছর পর এসেছে টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে। আগামী সোমবার বিকেলে ফাইনালে মুখোমুখি হবে দু’দল। ম্যাচ শুরুর মাত্র চার মিনিটে এগিয়ে যায় ঢাকা আবাহনী। ওয়ালী ফয়সালের ফ্রি কিকে বল পেয়ে ব্যাক চিপ করেন সানডে চিজোবা বক্সে বল পেয়ে আর সুযোগ হাতছাড়া করেননি কামারা সাররা। হেডে বল পাঠান জালে (১-০)। ৬৪ মিনিটে সমতা আনে শেখ রাসেল। বাঁ প্রান্ত থেকে ফরোয়ার্ড পল এমিলের পাসে বক্সে বল পেয়ে গোলরক্ষককে কাটিয়ে বল জালে ঠেলে দেন ফরোয়ার্ড রুম্মন হোসেন (১-১)। তবে খুব বেশিক্ষণ ম্যাচের সমতা ধরে রাখতে পারেনি রাসেল। ৭৯ মিনিটে একক প্রচেষ্টায় বল নিয়ে বাঁ প্রান্ত দিয়ে রাসেলের অর্ধে ঢুকে পড়েন নাইজিরিয়ান সানডে চিজোবা। বক্সের কোণা থেকে তীব্র শটে লক্ষ্যভেদ করেন সানডে (২-১)। এ আসরে গ্রুপ পর্বে (‘এ’ গ্রুপ) আবাহনী ০-১ গোলে আরামবাগের কাছে হারে এবং সকার ক্লাব ফেনীকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্স আপ হয়। কোয়ার্টারে তারা ২-১ গোলে হারায় ব্রাদার্সকে। পক্ষান্তরে ‘বি’ গ্রুপে শেখ রাসেল ১-১ গোলে ড্র করে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে। মুক্তিযোদ্ধাকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়। কোয়ার্টারে ১-০ গোলে হারায় রহমতগঞ্জকে।
×