ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

এ্যাপেলের উদ্ভাবন ॥ গ্লাস ডিজাইনে নতুন আইফোন ৮

প্রকাশিত: ০৭:৩২, ২৫ জুন ২০১৬

এ্যাপেলের উদ্ভাবন ॥ গ্লাস  ডিজাইনে নতুন আইফোন ৮

‘ওএলইডি ডিসপ্লে, ফুল গ্লাস ডিসপ্লেসহ আইফোন ৮ এ কয়েকটি নতুন ফিচার এবং আপগ্রেড দেখতে পাব আমরা। ফোনটিতে কোন হোম বাটন থাকবে না।’ আইফোন ৭-এর ডিজাইনে খুব একটা পরিবর্তন আসবে না। তার পরিবর্তে ২০১৭ সালে মুক্তির অপেক্ষায় থাকা আইফোন ৮ নতুন ডিজাইনে বাজারে আসবে। সম্প্রতি বিনিয়োগকারীদের উদ্দেশে তৈরিকৃত এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করেছে ফিনান্সিয়াল সার্ভিস ক্রেডিট সুইস। এ্যাপল ইনসাইডারের মতে, ‘কোন ধরনের বড় পরিবর্তন ছাড়াই এ্যাপল আইফোন ৭ উন্মোচন করবে বলে মনে করছে ক্রেডিট সুইস। আইফোন ৭ সেপ্টেম্বরে উন্মোচিত হবে বলে গুজব রয়েছে।’ বিশ্লেষক কুলবিন্দার গার্কার মতে, ২০১৭ সালে আইফোনের ১০ বছর পূর্তিতে সে সময় মুক্তিপ্রাপ্ত আইফোন মডেলটির ডিজাইনে বড় পরিবর্তন আসবে। সে সময়ের আইফোন ৫.৮ ইঞ্চি এ্যামোলেড ডিসপ্লেসহ কাভার্ড গ্লাস কেসে বাজারে আসবে। এ্যাপল ইনসাইডার জানায়, আসন্ন ফোনের ডিসপ্লেতে টাচআইডি সেন্সর, ফেস টাইম ক্যামেরা, স্পিকার এমবেড করতে পারে এ্যাপল। গার্কা তার নোটে লেখেন, ‘ওএলইডি ডিসপ্লে, ফুল গ্লাস ডিসপ্লেসহ আইফোন ৮-এ কয়েকটি নতুন ফিচার এবং আপগ্রেড দেখতে পাব আমরা। ফোনটিতে কোন হোম বাটন থাকবে না। ফোনটিতে উন্নত ট্যাপ্টিক ইঞ্জিন, উন্নতমানের ক্যামেরা এবং তারবিহীন চার্জিংয়ের ব্যবস্থা থাকবে।’ তবে ক্রেডিট সুইস আইফোন ৭-এর ডিজাইনে বড় কোন পরিবর্তন আসবে না বলে উল্লেখ করলেও সাম্প্রতিক সময়ে অনলাইনে ফাঁস হওয়া ছবি বলছে, এ্যাপল পরবর্তী আইফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা যুক্ত এবং ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক বিলুপ্ত করবে। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
×