ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রেজা নওফল হায়দার

ঈদের আনন্দে সেলফি

প্রকাশিত: ০৭:২৮, ২৫ জুন ২০১৬

ঈদের আনন্দে সেলফি

সেলফি শব্দটি প্রথম এসেছে ইংরেজী সেলফিশ থেকে। সেলফি অর্থ প্রতিকৃতি। অক্সফোর্ড অভিধানের মতে, সেলফি হল একটি ছবি (আলোকচিত্র) যা নিজের তোলা নিজের প্রতিকৃতি, যা সাধারণত স্মার্টফোন বা ওয়েবক্যামে ধারণকৃত এবং যে কোন সামাজিক মাধ্যমে আপলোড (তুলে দেয়া) করা হয়ে থাকে। বেশিরভাগ সেলফি হাত সামনে তুলে বা আয়নার সামনে দাঁড়িয়ে, কখনও-কখনও সেল্ফ টাইমার ব্যবহার করেও নেয়া হয়। ইতিহাস ॥ রবার্ট কর্নিলিয়াস, একজন মার্কিন অগ্রণী আলোকচিত্রী, যিনি ১৮৩৯ সালে নিজের একটি দাগেররোতিপ্ বা আত্ম-প্রতিকৃতি ক্যামেরায় ধারণ করেন, যা ছিল প্রথম কোন একজন ব্যক্তির আলোকচিত্র। ১৯০০ সালে পোর্টেবল কোডাক ব্রাউনি বক্স ক্যামেরা বাজারে আসার পর ফোটোগ্রাফিক আত্ম-প্রতিকৃতি তোলা বেশ জনপ্রিয়তা লাভ করে। বহনে সহজ এই ক্যামেরার সাহায্যে আয়নার মাধ্যমে সেলফি তোলার প্রচলন শুরু হয় তখন থকেই। সেলফি শব্দটির প্রাথমিক ব্যবহার ২০০২ এর আগে পাওয়া গেলেও, ২০০২ সালের ১৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ান এক অনলাইন ফোরামে (এবিসি অনলাইন) প্রথম ব্যবহৃত হয়। জনপ্রিয়তা ॥ এক মহিলা আয়নাতে তার সেলফি তুলছেন, ১৯০০ সালে ফেসবুক এর আগের সময়টায় মাইস্পেস বেশ জনপ্রিয় ছিল। এবং সে কারণেই সেলফি সর্ব প্রথম জনপ্রিয়তা পায় সেখানেই। তারপর ফেসবুক জনপ্রিয় হওয়ার পর অনেক দিন পর্যন্ত সেলফি নিম্ন রুচির পরিচায়ক ছিল। কারণ তখন বেশিরভাগ সেলফিগুলো বাথরুমের আয়নার সামনে তোলা হতো। তবে শুরু থেকেই ইমেজ শেয়ারিং সাইট ফ্লিকার এ জনপ্রিয় ছিল সেলফি। তবে তখনকার দিনের সব সেলফিগুলোই টিন এজ মেয়েরা আপলোড করত। প্রাথমিক অবস্থায় তরুণদের মধ্যে সেলফি অধিক জনপ্রিয়তা পেলেও বর্তমানে এটি সমাজের সর্বস্তরে গ্রহণযোগ্যতা পেয়েছে। ২০১২ সালের শেষের দিকে টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে ‘সেলফি’ শব্দটি বছরের আলোচিত সেরা দশ শব্দের অন্যতম শব্দ হিসাবে বিবেচিত হয়। ২০১৩ সালের জরিপ অনুযায়ী অস্ট্রেলিয়ান মহিলাদের দুই তৃতীয়াংশই (যাদের বয়স ১৮-৩৫) ফেসবুকে শেয়ারের উদ্দেশে সেলফি তুলেছেন। স্মার্টফোন এবং ক্যামেরা প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং এর জরিপ প্রতিবেদন বলছেÑ ১৮-২৪ বছর বয়সী মানুষের তোলা ছবির ৩০%-ই সেলফি। ২০১৩ সালে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির অনলাইন ভার্সনে ‘সেলফি’ শব্দটি নতুন সংযোজিত হয়। স্মার্টফোনের কল্যাণে গত এক বছরে বাংলাদেশসহ সমগ্র বিশ্বে সেলফি তুমুল জনপ্রিয় হয়ে উঠে। সমাজবিজ্ঞানে, লিঙ্গ ভূমিকা, যৌনতা এবং গোপনীয়তা ॥ বর্তমানে সেলফি উভয় লিঙ্গের মানুষের মাঝেই জনপ্রিয়তা লাভ করেছে। অনেক সমাজ বিজ্ঞানীদের মতে সেলফির উত্থান ঘটে মূলত ‘পর্ণ সংস্কৃতিতে’ ব্যবহারের মাধ্যমে। নিজেদের শরীর সুন্দরভাবে প্রদর্শনের মাধ্যমে অন্যকে আকৃষ্ট করার জন্যই মহিলারা সেলফি তুলত। নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করাই ছিল তখন সেলফির মূল উদ্দেশ্য। যত বেশি আকর্ষণীয় হবে সেই সেলফি তত বেশি উন্নত। তবে আকর্ষণী নয় এমন সেলফি ব্যাপকতা পায় ২০১০ সালের পরবর্তী সময়ে। বর্তমানের তরুণদের কাছে জনপ্রিয় এক নাম ‘সেলফি’। নিজে নিজে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার এই পদ্ধতি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। সবার সঙ্গে তাল মেলাতে পিছিয়ে নেই বাংলাদেশিরাও। একটি ভাল সেলফি আপনাকে ফুটিয়ে তুলবে সবার মাঝে। আর তাই আকর্ষণীয় সেলফি তোলার ক্ষেত্রে বেশকিছু বিষয় মেনে চলতে হয়। সেলফি তুলতে হলে লাগবে বাড়তি কিছু কৌশল য় সেলফি তোলার সময় আলোর বিষয়ে সচেতন থাকতে হবে। কারণ, সেলফির গুণগত মান ঠিক রাখতে আলোর ঔজ্জ্বলতা একটি বিবেচ্য বিষয়। নইতো ফ্লাশের ঝলকানির মতো চেহারাও ঝলসে যাবে। য় ক্যামেরার এ্যাঙ্গেল একটু সাইড করে নিয়ে ছবি নিতে হবে। যাতে বিপরীতে কিছু ছায়া পড়ে। এতে আপনার মুখ স্পষ্ট বোঝা যাবে। য় আলোকে সরাসরি পেছনে রেখে সামনে থেকে ছবি তোলা যেতে পারে। তবে ক্যামেরা ও আলোর মাঝখানে ফেস রাখতে হবে। য় ছবিটিকে সম্পাদনা (এডিট) করার জন্য অসংখ্য এ্যাপ রয়েছে। এসব এ্যাপ ব্যবহার করে একটি বাজে ছবিকেও ঠিকঠাক করে ফেলা যায়। আর সম্পাদনা করার হাত ভাল হলে কেউ বুঝতেই পারবে না যে ছবিটি সম্পাদনা করা। য় ছবি এডিটিং খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভাল ছবিতেও এডিট করতে হয়। এজন্য একজন এক্সপার্টকে কাজে লাগাতে পারেন। য় বন্ধুদের নিয়ে একসঙ্গে সেলফি করলে সেটা সবচেয়ে ভাল হয়। জর্জিয়ার ইনস্টিটিউট অব টেকনোলজির এক গবেষণায় বলেছে, বন্ধুদের সঙ্গে ছবি তুললে আপনার ভাবমূতি ৩৮ শতাংশ বেশি ফুটে উঠে। য় আপনার ফোনের পেছনের ক্যামেরাটিকেই বেশি ব্যবহার করুন। কারণ পেছনের ক্যামেরাটিই মূল ক্যামেরা এবং এতে ছবি অনেক ভাল আসে। আর যদি আইফোন ৫ থাকে তবে তো কথাই নেই। এর মূল ক্যামেরার ছবির কোন জুড়ি নেই। আইফোন ৫ এর পেছনের ক্যামেরা দিয়ে ছবি তোলা অনেক সহজ। য় সেলফি নিতে ব্যাকগ্রাউন্ডের কথা যেন ভুল করেও ভুলে যাবেন না। এতে ছবিটি নান্দনিকতা পাবে। মনে রাখবেন, ছবি কেমন হবে তা নির্ভর করে ব্যাকগ্রাউন্ড কত ভাল তার ওপর। ব্যাকগ্রাউন্ড কোন দর্শনীয় স্থান হলে আপনার চেহারাটি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সেট করে নিন। এতে ব্যাকগ্রাউন্ড স্পষ্ট হয়ে উঠবে এবং ছবিটির আবেদনও ফুটে উঠবে। সেলফি নিয়ে কিছু মজার কিছু খবরা খরব ॥ বিশ্বজুড়ে চলমান সেলফি উম্মাদনায় নাম লেখাতে যাচ্ছে মাইক্রোসফট। সেলফি তোলার জন্য বিশেষ ক্যামেরাযুক্ত স্মার্টফোন আনছে মাইক্রোসফট এমন গুজব শোনা গেলেও এবার ফাঁস হলো ছবি ও তথ্য। সেলফির এ যুগে, আত্ম-প্রচারের বিষয়ে বিতর্ক থাকলেও স্থান-কাল-পাত্রের এই অভিনব টেকনো আবিষ্কার মানুষকে নতুন যোগাযোগ মাত্রা এনে দিয়েছে। কে কোথায় কীভাবে আছেন, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে পরিচিত জনদের সঙ্গে এক ধরনের সৌহার্দ্য তৈরির চেষ্টা-ই সেলফির মূল উদ্দেশ্য।
×