ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিপিএল ও বিএসএল নতুন সম্ভাবনার সন্ধানে

প্রকাশিত: ০৬:২৪, ২৫ জুন ২০১৬

বিপিএল ও বিএসএল  নতুন সম্ভাবনার  সন্ধানে

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৪ জুলাই নতুন আঙ্গিকে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। ঢাকার বাইরে বেশ কয়েকটি ভেন্যুতে হবে এবারের লীগ। কেমন হবে এই আসর? ফ্র্যাঞ্চাইজি ফুটবল বাংলাদেশ সুপার লীগের (বিএসএল) প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে ধরা হচ্ছে এবারের বিপিএলকে। বিগ বাজেটের আর বিশ্বসেরা তারকাদের নিয়ে অনুষ্ঠিতব্য বিএসএলের জন্য কতটা প্রস্তুত রাজধানীর বাইরের ভেন্যুগুলো? বিপিএল ও বিএসএল দেশের ফুটবলের গতিপথ কতটা বদলে দিতে পারবে? পারবে কি গ্যালারিতে দর্শক ফিরিয়ে আনতে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে ফুটবল সংশ্লিষ্ট সবপক্ষকে নিয়ে সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন।
×