ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এখনও অলিম্পিকে খেলার আশায় শারাপোভা

প্রকাশিত: ০৬:২৩, ২৫ জুন ২০১৬

এখনও অলিম্পিকে  খেলার আশায়  শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ ড্রাগ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় দুই বছরের জন্য আন্তর্জাতিক টেনিস থেকে নিষিদ্ধ হয়েছেন মারিয়া শারাপোভা। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতে আপীল করেছেন তিনি। এ বিষয়ে চূড়ান্ত রুল ১৮ জুলাই। আদালতের অনুমতি নিয়েই আসন্ন অলিম্পিকে অংশগ্রহণ করতে চান রাশান সুন্দরী। ৫ আগস্ট ব্রাজিলের রিওতে শুরু হবে বিশ্ব ক্রীড়ার সর্বশ্রেষ্ঠ এই আয়োজন। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে পোশাক প্রদর্শনীর এক অনুষ্ঠানে অলিম্পিকে খেলার আশাবাদ ব্যক্ত করেন ২৯ বছর বয়সী সেনসেশনাল টেনিস কুইন। কোচের অধীনে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন। তবে সবকিছুই আদালতের রায়ের ওপর নির্ভর করছে। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন চলার সময় করা ডোপ পরীক্ষায় শারাপোভার শরীরে নিষিদ্ধ মেলডোনিয়াম পাওয়া যায়। তখন থেকেই তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। মেয়েদের টেনিসের সাবেক এই বিশ্বসেরা খেলোয়াড় তখনই বলেছিলেন, গত ১০ বছর ধরে তিনি স্বাস্থ্যগত কারণে যে ওষুধ নিয়ে আসছিলেন তাতে এই উপাদান ছিল। ওয়ার্ল্ড এ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা) শারাপোভার নমুনা পরীক্ষা করে তার মেলডোনিয়াম নেয়ার প্রমাণ পায়। গত ২ মার্চ তারা রাশিয়ার এই টেনিস তারকার বিরুদ্ধে অভিযোগ আনে। ওয়াডা গত ১ জানুয়ারি মেলডোনিয়ামকে নিষিদ্ধ উপাদান হিসেবে ঘোষণা করে। শারাপোভা দাবি করেন, এর আগে ওষুধটি সেবন করা বৈধ ছিল। কিন্তু নিয়ম বদলানোর বিষয়টি তার অজানা। তিনি জানতেন না যে, এটা নিষিদ্ধ তালিকায় উঠেছে। শাস্তির বিপক্ষে আপীল করার পরও তিনি দৃঢ়কণ্ঠে বলেন ‘এই শাস্তি অন্যায়ভাবে চাপানো হয়েছে। এটি আমি মানি না। প্রাথমিক শাস্তির বিপক্ষে আপীল করি। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন শক্তপোক্তভাবেই চেষ্টা করেছিল এটা প্রমাণ করতে যে, আমি ইচ্ছা করেই ডোপবিরোধী নিয়ম ভেঙ্গেছি। আমাকে চার বছর নিষিদ্ধ করতে চেয়েছিল। কিন্তু তা পারেনি। কারণ ট্রাইব্যুনাল মেনে নিয়েছে যা হয়েছে তা অনিচ্ছাকৃত। আশা করছি চূড়ান্ত রায়ও আমার পক্ষে আসবে। আশা ছাড়িনি, কারণ আমি কখনও ইচ্ছে করে কোন অন্যায় করিনি।’ ইতোমধ্যে দেয়া দুই বছরের নিষেধাজ্ঞা শেষ পর্যন্ত বহাল থাকলে ২০১৮ সালের ২৫ জানুয়ারি আবারও আন্তর্জাতিক অঙ্গনে ফিরতে পারবেন শারাপোভা। কারণ তার ডোপ পরীক্ষার শুরুটা হয়েছিল গত ২৬ জানুয়রি। ২০০৪ উইম্বলডন দিয়ে শারাপোভার বড় শিরোপার পথচলা। এরপর ২০০৬ ইউএস ওপেন, ২০০৮ অস্ট্রেলিয়ান, ২০১২ ও ২০১৪ সালে জেতেন ফ্রেঞ্চ ওপেন। ক্যারিয়ারে পাঁচ গ্র্যান্ডসø্যামের মালিক ক্যারিয়ারসøামও পূর্ণ করেন। দুঃসময় পেছনে ফেলে রাশিয়ান সুন্দরী আসলেই অলিম্পিকে ফিরতে পারেন কি না, সেটি দেখার অপেক্ষা।
×