ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেরেনা-রাদওয়ানস্কার সেমিফাইনালে লড়াই!

প্রকাশিত: ০৬:২২, ২৫ জুন ২০১৬

সেরেনা-রাদওয়ানস্কার সেমিফাইনালে লড়াই!

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার থেকে শুরু হবে উইম্বল্ডন। মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট শুরুর আগে শুক্রবার হয়ে গেল তার ড্র। এবারের ড্র অনুযায়ী মহিলা এককের ফাইনালে দেখা হতে পারে দুই বোন সেরেনা ও ভেনাস উইলিয়ামসের। সুদীর্ঘ ক্যারিয়ারে ২১টি গ্র্যান্ডসøাম জিতেছেন সেরেনা উইলিয়ামস। বর্তমান সময়টা খুব ভাল না কাটলেও হাল ছাড়ছেন না বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এই তারকা। অন্যদিকে ৭টি গ্র্যান্ডসøাম জিতে ভেনাস উইলিয়ামস যেন কোর্ট থেকে হারিয়েই গেছেন। তবে উইম্বল্ডনের প্রিয় কোর্টে আবারও স্বরূপে ফিরতে আশাবাদী উইলিয়ামস পরিবারের বড় মেয়ে ভেনাস। গত মৌসুমটাও দুর্দান্ত কেটেছে সেরেনা উইলিয়ামসের। প্রথম তিন গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের সবকটিতেই চ্যাম্পিয়ন হন তিনি। কিন্তু ইউএস ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার পর যেন খেই হারিয়ে ফেলেছেন ৩৪ বছর বয়সী। চলতি মৌসুমের প্রথম দুই মেজর টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে জায়গা করে নিলেও চ্যাম্পিয়ন হতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ান ওপেনে জার্মান তারকা এ্যাঞ্জেলিক কারবারের কাছে হার মানেন সেরেনা। আর রোঁলা গ্যাঁরোয় স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তার। তবে এবার নিশ্চই ভুল করতে চাইবেন না সেরেনা। টেনিসের উন্মুক্ত যুগে সর্বোচ্চ ২২ গ্র্যান্ডসøাম জয়ী স্টেফি গ্রাফের রেকর্ডে ভাগ বসাতে যে মরিয়া তিনি! দুই বছরের নিষেধাজ্ঞার কারণে উইম্বল্ডনে খেলছেন না মারিয়া শারাপোভা। হাঁটুর ইনজুরির কারণে ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন আরেক ফেবারিট তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা। এর ফলে সেরেনার সামনে এবার বড় বাধা নেই। তবে সেমিফাইনালে তৃতীয় বাছাই এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কার বিপক্ষে খেলতে হতে পারে সেরেনাকে। তবে ২০১২ সালের ফাইনালে মুুখোমুখি হয়েছিলেন সেরেনা ও রাদওয়ানাস্কা। সেই লড়াইয়ে জয় হয়েছিল সেরেনার। তবে এবারও কি শেষ চারে মুখোমুখি হতে পারবেন তারা। সমর্থকদের সেটাই এখন দেখার অপেক্ষা। এছাড়া ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন গারবিন মুগুরুজা উইম্বল্ডনের শেষ চারে মুখোমুখি হতে পারেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ী এ্যাঞ্জেলিক কারবারের। এর আগে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে সিমোনা হ্যালেপের মুখোমুখি হতে পারেন কারবার। বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস স্বদেশী ক্রিস্টিনা ম্যাকহেলের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবেন। দুইবারের চ্যাম্পিয়ন চেকপ্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা তার প্রথম ম্যাচে মুখোমুখি হবেন রোমানিয়ার সোরানা চিরস্টিয়ার।
×