ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৮০ শিক্ষার্থীর মধ্যে বৃত্তি

প্রকাশিত: ০৬:২১, ২৫ জুন ২০১৬

৮০ শিক্ষার্থীর মধ্যে বৃত্তি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মুসলিম এইড ইকো ইউএসএ ও ঝিকরগাছার লাউজানী জেবিএমএম (জাহেদা-বারী, মোমেনা-মজিদ) ফাউন্ডেশনের উদ্যোগে ৮০ ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে পৃথক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেয়া হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৬২ শিক্ষার্থীর মধ্যে ৪ লাখ ১৫ হাজার টাকার শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়। পুলিশ পরিচয়ে দুই ছাত্র অপহরণ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ডিবি পুলিশ পরিচয়ে যশোরে দুই ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ওই দুই ছাত্রের ৪ দিনেও কোন সন্ধান পায়নি তাদের পরিবার। মঙ্গলবার যশোর শহরের শহীদ মশিউর রহমান সড়কের পুরাতন কসবা কদমতলা এলাকার একটি মেস থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে পুলিশ কিছু জানে না। ওই দুজন হলো, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রাশেদুল ইসলাম ও এমএম কলেজের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র কামরুজ্জামান সাগর। এর মধ্যে সাগর যশোর সদর উপজেলার বসুন্দিয়া বিনিময় পাড়ার আব্দুল হামিদের ছেলে এবং রাশেদের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলা এলাকায়। ভুক্তভোগী সাগরের বড়ভাই আব্দুল মান্নান জানিয়েছেন, তার ভাই এমএম কলেজে লেখাপড়া করে আর শহীদ মশিউর রহমান সড়কের কদমতলা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকে। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে একটি মাইক্রোবাসে করে অজ্ঞাতনামা ৫/৬ জন লোক ডিবি পুলিশ পরিচয়ে তার ভাড়া বাসায় আসে। এসময় তারা সাগর ও রাশেদের কাছে কিছু কথা জিজ্ঞাসাবাদের পর তাদের দুজনকেই ওই গাড়িতে তুলে নিয়ে যায়। কোন পুলিশ তাদের নিয়ে গেছে সে বিষয়টিও জানতে পারেনি সাগরের সঙ্গে থাকা একই বাসার বাসিন্দা তৌহিদুর রহমান। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন বলেছেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। টাঙ্গাইল ছাত্রলীগের কমিটি বাতিল দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৪ জুন ॥ জেলা ছাত্রলীগের বর্তমান কমিটি ব্যর্থ ও অকার্যকর দাবি করে বাতিলের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগের আন্দোলনরত নেতাকর্মীরা। শুক্রবার সকালে বিক্ষোভ মিছিলের আগে ছাত্রলীগের আন্দোলনরত নেতাকর্মীরা জেলা ছাত্রলীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত বছরের ২৪ জুন কোন সম্মেলন ছাড়াই ইসতিয়াক আহমেদ রাজীবকে সভাপতি ও শামীম আল মামুনকে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এক বছর মেয়াদী দুইজনের এই কমিটির মেয়াদ শুক্রবার শেষ হয়েছে। তারা এই এক বছরে পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি, জেলা ছাত্রলীগ কার্যালয়ে আসেনি, কেন্দ্রীয় ছাত্রলীগের কোন কর্মসূচীই পালন করেনি। সংবাদ সম্মেলনে সরকারী এম.এম. আলী কলেজের সাবেক ভিপি মোস্তাফিজুর রহমান সোহেল, সাবেক জিএস শফিউল আলম মুকুল, ছাত্রীলীগ নেতা মনির সিকদার, হিমেল মাহমুদ, মিলন মাহমুদ, পাভেজ, জনি, তানজিল, ফরিদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এ-প্লাস ক্যাম্পেন সভা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেন ১৬ জুলাই উপলক্ষে কেন্দ্রীয় এ্যাডভোকেসি এবং সাংবাদিক ওরিয়েন্টেশন সভা বৃহস্পতিবার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্তকর্তা ব্রিগেঃ জেনাঃ (ডাঃ) সাইদুর রহমান। প্রধান অতিথি ছিলেন খান মোহাম্মদ বিলাল, প্রধান নির্বাহী কর্মকর্তা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আরও ছিলেন কাউন্সিলরবৃন্দ, পরিচালক জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের প্রতিনিধি, পরিচালক (স্বাস্থ্য) ঢাকা বিভিাগের প্রতিনিধি, সিভিল সার্জন ঢাকার প্রতিনিধি, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধিবৃন্দ, গালর্স গাইড, রোভার স্কাউট, রোটারি ক্লাবের প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, ইউনিসেফ প্রতিনিধি, এসএমও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সাংবাদিকবৃন্দ। বিজ্ঞপ্তি।
×