ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুতুবদিয়ায় আ’লীগ কার্যালয় নির্মাণে বাধা

প্রকাশিত: ০৬:২০, ২৫ জুন ২০১৬

কুতুবদিয়ায় আ’লীগ কার্যালয় নির্মাণে বাধা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কুতুবদিয়ায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আকতার হোছাইন আওয়ামী লীগের কার্যালয় স্থাপন করতে দিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে বিএনপি-যুবদলের সশস্ত্র ক্যাডাররা আ’লী নেতাকর্মীদের ওপর হামলা এবং ইউনিয়ন আ’লীগের কার্যালয় নির্মাণ করতে মজুদকৃত উপকরণ লুট করে নিয়ে গেছে। আ’লীগের ওপর ক্ষুব্ধ বিএনপির এ নেতা প্রকাশে তার কর্মীদের বলে বেড়ান যে লেমশীখালী ইউনিয়নে আ’লীগের কোন ধরনের অফিস বা সভা-সমাবেশ করা যাবে না। সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর লেমশীখালী ইউপি আ’লীগের কার্যালয়টি ভেঙ্গে চুরমার করে দেয় চেয়ারম্যানের লোকজন। শুক্রবার দলীয় কার্যালয় তৈরি করতে গেলে আ’লীগ ও যুবলীগের কর্মীদের ওপর হামলে পড়ে যুবদলের সশস্ত্র ক্যাডাররা। তাদের হামলায় সাইফুল ইসলাম ও আমিরুল করিম নামে দুইজন আ’লীগ নেতাকর্মী আহত হয়েছেন। আটক তিন ॥ ট্রাকসহ রড উদ্ধার নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৪ জুন ॥ মধুখালী থানা পুলিশ মহাসড়ক থেকে রড বোঝাই ট্রাক ডাকাতি ও ডাকাতির মালামাল রাখার অভিযোগে তিনজনকে আটক করেছে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ট্রাক ও রড উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন ট্রাক চালক বাচ্চু মোল্লা, হেলপার শিমুল এবং গুদাম মালিক মনিরুল ইসলাম বিশ্বাস। মধুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, চট্টগ্রামের আবুল খায়ের স্টিল মিল থেকে ২০ টন রড নিয়ে ঝিনাইদহের আফতাব ট্রেডার্সের উদ্দেশ্যে রওনা হয় একটি ট্রাক। ২১ জুন রাতে ট্রাকটি রডসহ ডাকাতি হয় বলে দইব করে চালক ও সহযোগী। পুলিশ ঘটনার সঙ্গে সম্পৃক্ত সন্দেহে চালক ও হেলপারকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ডাকাতির নামে মালামাল আত্মসাতের কথা স্বীকার করে। দুই সন্তানের জননী ধর্ষিত ॥ ধর্ষক গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে দুই সন্তানের জননী মধ্যবয়সী এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে নগরীর পাহাড়তলী এলাকার হোটেল পার্ক ইনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ধর্ষক জাহাঙ্গীর আলমকে (৩৬) গ্রেফতার করেছে। পাহাড়তলী থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে এসে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হোটেল পার্ক ইনে যান ঘটনার শিকার ওই নারী। হোটেলের ম্যানেজার ছিলেন তার খালাত ভাই। তিনি ম্যানেজারকে টয়লেটে যাওয়ার কথা বললে ১০১ নম্বর কক্ষের চাবিটি দেন। এরপর টয়লেট সেরে দেখেন বৃষ্টি হচ্ছে। তখন তিনি ম্যানেজারকে একটি রিক্সা ডেকে দিতে বলেন। বেতন-বোনাস দাবিতে সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৪ জুন ॥ সাভার রানা প্লাজার সামনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির উদ্যোগে ২০ রোজার মধ্যে সকল কারখানায় কর্মরত শ্রমিকদের বেতন ও মূল বেতনের সমান বোনাস পরিশোধ এবং রানা প্লাজার ৩৮ মাসে- দীর্ঘসূত্রতা নয়, সোহেল রানাসহ সকল দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই দাবিতে শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষাবিষয়ক সেমিনার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখান উপজেলার কুসুমপুর উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার ‘নিজ শিক্ষণ, নতুন দৃষ্টিভঙ্গি’ নিয়ে সেমিনার হয়েছে। সোলস ইন্টারন্যাশনালের এবং কুসুমপুর উচ্চ বিদ্যালয় যৌথভাবে এর আয়োজন করে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাহফুজুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাচিং সোলস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট সৈয়দ টিপু সুলতান। আলোচনায় অংশ নেন স্বাধীন বাংলা ফুটবল টিমের অধিনায়ক জাকারিয়া পিন্টু। দুস্থদের ঈদ বস্ত্র বিতরণ নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৪ জুন ॥ আগানগর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে দলীয় ইউনিয়ন কার্যালয়ে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের আহ্বায়ক শাহিন আহমেদ। ইউনিয়ন আ’লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটুর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, জাকির আহমেদ, মাহমুদ আলম প্রমুখ।
×