ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ের সূর্যাপুরী আমের কদর বাড়ছে

প্রকাশিত: ০৬:১৯, ২৫ জুন ২০১৬

ঠাকুরগাঁওয়ের সূর্যাপুরী  আমের কদর  বাড়ছে

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৪ জুন ॥ খেতে খুবই সুস্বাধু বলেই সূর্যাপুরী আমের বিকল্প নেই। এমন সুস্বাধু আম দাম সহনীয় পর্যায়ে থাকায় ব্যস্ত এখন ক্রেতারা। আর আম প্রিয় মানুষের কাছে এই আমের কদরও অনেক বেশি। দিন দিন ঠাকুরগাঁওয়ের সূর্যাপুরী আমের মৌসুমী হাট-বাজারগুলো জমজমাট হয়ে উঠছে। প্রতি মৌসুমে ঠাকুরগাঁও রোড যুব সংসদ মাঠে সবচেয়ে বড় পাইকারি বাজারে আম বিকিকিনিতে ব্যস্ত থাকে স্থানীয় ও দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকাররা। সূর্যাপুরী আমের পাশাপাশি পাওয়া যাচ্ছে, মিশ্রিভোগ, আম রূপালী, ল্যাংড়াসহ কয়েক জাতের আম। তবে এ জেলার সূর্যাপুরী আমের চাহিদা সবচেয়ে বেশি। এখনকার বাজার দরে সুর্যাপুরী ৯শ’ থেকে ১ হাজার, আম রূপালী ১১শ’ থেকে ১২শ’, ল্যাংড়া ১৩শ’ থেকে ১৪শ’ আর মিশ্রিভোগ ১৪শ’ থেকে ১৫শ’ টাকা মণ দরে বিকিকিনি হচ্ছে। চলতি মৌসুমে ঠাকুরগাঁও রোড যুব সংসদ মাঠের হাটে জয়পুরহাট, রাজশাহী, নাটোর ও বগুড়াসহ কয়েকটি জেলার পাইকাররা আম বেচাকেনা করছে। এখান থেকে প্রতিদিন কয়েকটন আম পাঠিয়ে দিচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়।
×