ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে কলেজে ভর্তিতে অতিরিক্ত টাকা আদায়

প্রকাশিত: ০৬:১৯, ২৫ জুন ২০১৬

বাগেরহাটে কলেজে ভর্তিতে অতিরিক্ত টাকা আদায়

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় একাদশ শ্রেণীর ভর্তিতে এক কলেজের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করে কলেজ কর্তৃপক্ষ প্রতি শিক্ষার্থীর কাছ থেকে এক হাজার টাকার পরিবর্তে ১৮২০ টাকা করে আদায় করছে বলে অভিযোগ করছে সংশ্লিষ্ট অভিভাবকেরা। খোঁজ নিয়ে জানা যায়, খোন্তাকাটার রাজৈর এলাকায় অবস্থিত শরণখোলা ডিগ্রী কলেজে চলতি বছর প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে অনলাইন ফি, ভর্তি ফি, ভর্তি ফরমের নামে একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থী প্রতি ১৮২০ টাকা করে আদায় করছে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ। সরকার নির্ধারিত ফি উপজেলা পর্যায়ের কলেজগুলোতে এক হাজার টাকা হলেও তা মানা হচ্ছে না। গত ১৬ জুন থেকে প্রথম ধাপে ভর্তি প্রায় দুশ’ শিক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকে সরকারী নির্ধারিত ফির চেয়ে ৮২০ টাকা করে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। কয়েকজন অভিভাবক বলেন, উপজেলার অন্যান্য কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে ৬শ টাকা করে নেয়া হলেও শরণখোলা ডিগ্রী কলেজে অতিরিক্ত ফি আদায় করা হয়। গরিব, অসহায় মেধাবী ছাত্র ছাত্রীর ভর্তির ক্ষেত্রেও কোন ছাড় দেয়া হচ্ছে না। কলেজ কর্তৃপক্ষের ধার্যকৃত ১৮২০ টাকার স্থলে দুই একশ’ টাকা কম দিলে ওই শিক্ষার্থী ভর্তি হতে পারে না। কলেজ কর্তৃপক্ষের তৈরি করা নিয়ম স্বেচ্ছাচারিতা বলে মন্তব্য করেন কেউ কেউ। এছাড়া কলেজের অভ্যন্তরীণ ও এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন শাখার শিক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষার জন্য ২শ টাকা করে কলেজের হিসাব শাখায় জমা দিতে হয়। অন্যথায় ব্যবহারিক পরীক্ষায় কম নম্বর দেয়া হয়। তবে কলেজের অধ্যক্ষ নুরুল আলম ফকির বলেন, সরকরী নিয়মের বাইরে এক টাকাও বেশি নেয়া হচ্ছে না। শিক্ষার্থীদের পরিচয়পত্রসহ কিছু উপকরণ কলেজ থেকে গ্রহণ করতে চাইলে সে ক্ষেত্রে ওই উপকরণের মূল্য পরিশোধ করতে হয়।
×