ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নতুন রূপে ‘অপেরা’

প্রকাশিত: ০৬:১১, ২৫ জুন ২০১৬

নতুন রূপে ‘অপেরা’

স্টাফ রিপোর্টার ॥ দেশের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘অপেরা’ নতুন রূপে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ১৯৭৬ সাালের ২৬ মার্চ প্রতিষ্ঠিত একটি গ্রুপ থিয়েটার অন্তর্ভুক্ত সংগঠন হিসেবে দীর্ঘ পথচলায় নানা চড়াই উৎরাই পেরিয়ে সম্প্রতি ৪১ বছরে পা রেখেছে। এই দীর্ঘ সময়ে অপেরা বেশ কয়েকটি মৌলিক নাটকের অসংখ্য প্রদর্শনী করেছে। নাটকগুলোর মধ্যে ‘কংক্রিট’, ‘আক্কেল আলীর স্বাধীনতা’, ‘হায়বৎ জং বাহাদুর’, ‘সাহেব বিবি গোলাম’ প্রভৃতি। এদিকে নতুনরূপে কার্যক্রম শুরুর লক্ষ্যে সম্প্রতি গ্রুপ থিয়েটার অপেরার নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সম্প্রতি অনুষ্ঠিত এক সাধারণ সভায় গ্রুপ থিয়েটার অপেরার নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অপেরার প্রতিষ্ঠাতা সভাপতি আতিয়ার রহমান আতিক, সাধারণ সম্পাদক হয়েছেন গীতিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ ম শওকত ওসমান। দেশের প্রথিতযশা আইটি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বারকে এই সংগঠনের প্রধান উপদেষ্টা এবং সিনিয়র সাংবাদিক শামসুদ্দিন আহমেদ ও জালাল আহমেদকে উপদেষ্টা করা হয়েছে। কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন সিনিয়র নাট্যব্যক্তিত্ব মোঃ মুসা এবং সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম ডালিম। যুগ্ম সম্পাদক করা হয়েছে আব্দুস শহীদ মিঠু এবং রাজীব রেজাকে। কমিটির অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক- ম. ফারুক, সহ সাংগঠনিক সম্পাদক-স্বপন বিশ্বাস, দফতর সম্পাদক- মারিয়াম মেঘনা, অর্থ সম্পাদক- ডাঃ মাহবুবা মনা, প্রচার সম্পাদক- হেদায়েত তুর্কি এবং নির্বাহী সদস্য- সাঈদ তারেক, মাকসুদা সুলতানা ঐক্য, মিজান দৌলত, আব্দুস সোবহান, ফারুক মল্লিক এবং স্মৃতি আক্তার উপমা। এর আগে আতিয়ার রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন, সিনিয়র নাট্য ব্যক্তিত্ব আব্দুল আজিজ, সাঈদ তারেক, শ ম শওকত ওসমান, নরেশ ভুইয়া, মোঃ মুসা, কৌতুকাভিনেতা হারুন কিসিঞ্জার, মাকসুদা সুলতানা ঐক্য, ম. ফারুক, আব্দুস শহিদ মিঠু, মিজান দৌলত, মনিরুজ্জামান, মনা সিদ্দিক হৃদয়, রেশমী রেশমা, ফারুক মল্লিক প্রমুখ। সভায় সংগঠনের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে একটি উৎসব আয়োজন, নতুন নাটক মঞ্চায়নের প্রস্তুতি শুরু, ‘টিম কমেডি আওয়ারে’র সহযোগিতায় নিয়মিত কমেডি শো পরিবেশনাসহ বেশ কিছু সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হয়।
×