ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গৃহবধূর লাশ উদ্ধার

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রকাশিত: ০৬:০৬, ২৫ জুন ২০১৬

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক তরুণীসহ দুজন নিহত হয়েছে। গাবতলী সিটি কলোনির বস্তি থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে। এছাড়া খিলক্ষেত এলাকায় একটি প্রাইভেটকারের ভেতর ৫০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোর ৪টার দিকে দারুস সালাম থানাধীন মাজার রোডের ভারি যানবাহনের ধাক্কায় অজ্ঞাত (২০) এক তরুণী মাথায় মারাত্মক জখম প্রাপ্ত হয়। পরে পথচারীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী হৃদয় জানান, একটি গাড়ি ওই তরুণীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে আনলে তার মৃত্যু হয়। এদিকে একই সময় রমনা থানাধীন মৎস্য ভবনের সামনে গাড়ির ধাক্কায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ওই ব্যক্তি আহত অবস্থায় সড়কের উপর পড়ে ছিলেন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, দু’জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। গৃহবধূর লাশ উদ্ধার ॥ রাজধানীর গাবতলী এলাকায় অবস্থিত একটি বস্তি থেকে কুলসুম আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ দারুস সালাম থানাধীন গাবতলী সিটি কলোনির বস্তির একটি ঘর থেকে ওই মহিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। ঘটনার পর নিহতের স্বামী আনু মিয়া গা ঢাকা দিয়েছে। নিহতের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মালিপাড়া গ্রামে। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তারপরও মৃত্যুর সঠিক কারণ জানতে ওই মহিলার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। প্রাইভেটকারে ইয়াবা ॥ রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি প্রাইভেটকারের ভেতর ৫০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ বকতার আহমেদ ও নুর আলম টিটু নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। শুক্রবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-কমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানান।
×