ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কৈফিয়ত

প্রকাশিত: ০৫:৫০, ২৫ জুন ২০১৬

কৈফিয়ত

২৩ জুন বৃহস্পতিবার জনকণ্ঠে প্রকাশিত, ‘কেন বা জঙ্গী হচ্ছে, ফিরবেও বা কোন্্ পথে’ শিরোনামে আমার লেখায় উল্লেখ করি, একটি বনেদি মুসলিম লীগার পরিবারের ছেলে নব্বইয়ের দশকে ছাত্র শিবিরের সভাপতি হয়। ওই পরিবারটি কতটা বনেদি সেটা বোঝাতে গিয়ে আমি দেশের অন্যতম বনেদি পরিবার রাশেদ খান মেননদের পরিবারের উদাহরণ দেই। কিন্তু লেখা ছাপার পরে বেশ কয়েকজন ফোন করে জানান, তারা মনে করছেন ছেলেটি রাশেদ খান মেননের ছেলে। তাঁদের এ ফোন পাওয়ার পরে এটা ধরে নেয়া যায়, নিশ্চয়ই ওইখানে আমার লেখায় বক্তব্য প্রকাশে অক্ষমতা থেকে গিয়েছিল। না হলে এমন ভুল পাঠক বুঝবেন কেন। এ অক্ষমতার জন্য আমি দুঃখিত। আশা করি এই কৈফিয়ত প্রকাশের পর আর কোন ভুল বোঝার অবকাশ থাকবে না। -স্বদেশ রায়
×