ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্মার্ট বক্স

প্রকাশিত: ০৫:৪৮, ২৫ জুন ২০১৬

স্মার্ট বক্স

ফাস্টফুড চেইন কেএফসি ফাইভ ইন ওয়ান নামে এমন একটি মিল বক্স উদ্ভাবন করেছে যার মাধ্যমে খেতে খেতেই মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন একজন কাস্টমার। ভারতের দিল্লী ও মুম্বাইয়ের কয়েকটি আউটলেটে পরীক্ষামূলকভাবে ওয়াট এ বক্স এই সেবা চালু করা হয়েছে। ফাইভ ইন ওয়ান নামের মিল বক্সগুলো কেএফসি এ বছর মার্চে প্রথম চালু করে। এরপর ওয়াট এ বক্স প্রযুক্তিটি এর সঙ্গে সম্প্রতি সংযুক্ত হয়েছে। মুম্বাইভিত্তিক ডিজিটাল প্রতিষ্ঠান ব্লিঙ্ক ডিজিটালের সঙ্গে যৌথ উদ্যোগে কেএফসি এই স্মার্ট বক্স উদ্ভাবন করেছে। এতে একটি বিল্ট ইন পাওয়ার ব্যাংক রয়েছে। এছাড়া এ্যান্ড্রয়েড স্মার্টফোন ও অপরটি আইফোনের জন্য রয়েছে দুটো পৃথক ইউএসবি পোর্ট। মিল বক্সগুলো বিক্রির জন্য তৈরি করা হয়নি। কেএফসির ফেসবুক পেজে আয়োজিত প্রতিযোগিতায় এগুলো জিতে নিতে হবে। -ইন্ডিয়ান এক্সপ্রেস
×