ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ফের সরকারবিরোধী লিফলেট বিলির চেষ্টা, আটক ১

প্রকাশিত: ০৫:৪৭, ২৫ জুন ২০১৬

রাজশাহীতে ফের সরকারবিরোধী লিফলেট বিলির চেষ্টা, আটক ১

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী ও সংলগ্ন এলাকায় সরকারবিরোধী তৎপরতা চালাতে ক্রমেই প্রকাশ্যে আসছে নিষিদ্ধ জঙ্গী সংগঠন হিযবুত তাহরীর সদস্যরা। সপ্তাহজুড়ে গোপনে কোন আস্তানায় তৎপর থাকলেও শুক্রবার রাজশাহী নগরীর বিভিন্ন মসজিদ টার্গেট করে সরকারবিরোধী লিফলেট নিয়ে প্রকাশ্যেই মাঠে নামে তারা। রোজা শুরুর পর থেকে নগরীর বিভিন্ন জামে মসজিদে মুসল্লিদের মধ্যে বিতরণ করছে সরকারবিরোধী প্রচারপত্র। গত ১০ ও ১৭ জুন নগরীর উপশহর ও কাদিরগঞ্জ এলাকার জামে মসজিদে প্রকাশ্যে লিফলেট বিতরণ করা হলেও পুলিশ কোন খোঁজ পায়নি। পরে মিডিয়ায় খবর পেয়ে ব্যর্থ তৎপরতা চালায় পুলিশ। অবশেষে রোজার তৃতীয় জুমার নামাজ শেষে শুক্রবার সরকারবিরোধী সেইসব লিফলেট বিলির সময় পুলিশ একজনকে আটক করেছে। পুলিশ জানায়, আটক যুবক শিবিরের কর্মী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। নগরীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) অভ্যন্তরের জামে মসজিদ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের লিফলেট পাওয়া যায়।
×