ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পেঁয়াজ ও রসুনের দাম কমলেও বেড়েছে চিনির

প্রকাশিত: ০৫:৪৬, ২৫ জুন ২০১৬

পেঁয়াজ ও রসুনের দাম কমলেও বেড়েছে চিনির

অর্থনৈতিক রিপোর্টার ॥ পেঁয়াজ-রসুনের দাম কমলেও বেড়েছে চিনির। প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৬৩-৬৫ টাকায়। ঈদ সামনে রেখে দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সরকার নিয়ন্ত্রিত সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের উদ্যোগে রাজধানীতে ট্রাকে করে চিনি বিক্রি করা হলেও বাজারে এর তেমন কোন প্রভাব নেই। চিনির দাম বৃদ্ধির পেছনে বেসরকারী খাতের দুটি বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারসাজির অভিযোগ উঠেছে। এছাড়া চাল, ডাল, ছোলা, আটা ও সবজির দাম অপরিবর্তিত রয়েছে। রাজধানীর মোহাম্মদপুর টাউনহল মার্কেট, নিউমার্কেট এবং ফার্মগেট কাঁচাবাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। দাম কমে প্রতিকেজি রসুন ১৫০-১৮০, পেঁয়াজ জাত ও মানভেদে ৩৫-৪০, ডিম ৩০-৩২, আলু ২০-২৪ টাকায় বিক্রি হচ্ছে। ৮৫-১০০ টাকায় বিক্রি হচ্ছে প্রতিকেজি ছোলা। মাছের দাম বাড়লেও ব্রয়লার মুরগি, গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া রাজধানীর খুচরা বাজারে প্রতিকেজি ঢেঁড়স ৫০, ঝিঙা ৫০, গাজর-টমেটো-কচুমুখী ৫০, পটোল ৩০, সব ধরনের শাক ২০-৩০, মিষ্টি কুমড়া (ফালি) ৩০, কাঁচামরিচ ৬০, ধনেপাতা ১০০, পেঁপে ২০, শসা ৩০-৪০, করলা ৩০, বেগুন ৫০ এবং কাকরোল ৪০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে আলু ও ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। তবে কিছুটা দাম কমেছে আমদানি রসুনের। ফার্মের মুরগির ডিম খুচরা বাজারে প্রতি হালি ৩২ টাকা ও ডজন ৯৫ টাকায় কিনছেন ক্রেতারা। এছাড়া দেশী মুরগির ডিমের হালি ৪০ টাকা ও ডজন ১২০ টাকা এবং হাঁসের ডিমের হালি ৩৫ টাকা ও ডজন ১০৫ টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর বাজারে গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। তবে কেজিপ্রতি ২০ টাকার মতো কমেছে লেয়ার মুরগির দাম। ব্রয়লার প্রতিকেজি ১৮০, লেয়ার প্রতিকেজি ২২০, দেশী মুরগির পিস ৩০০ টাকা, পাকিস্তানী মুরগির পিস ২০০ টাকায় বিক্রি হচ্ছে। বেড়ে যাওয়া দামেই বাজারভেদে বিক্রি হচ্ছে মসুর ডাল (দেশী) ১৫০ টাকা।
×