ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সমৃদ্ধির চাকা পেছনে ঠেলতে টার্গেট কিলিং ॥ মতিয়া

প্রকাশিত: ০৫:৩৮, ২৫ জুন ২০১৬

সমৃদ্ধির চাকা পেছনে ঠেলতে টার্গেট কিলিং ॥ মতিয়া

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৪ জুন ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন ভালভাবে চলছে, সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে- ঠিক তখন জনগণের প্রত্যাখ্যাত একটি গোষ্ঠী সেই সমৃদ্ধির চাকাকে পেছনের দিকে ঠেলতে টার্গেট কিলিং ও গুপ্তহত্যার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। আর এর পেছনে রয়েছেন বিএনপি-জামায়াত জোট নেত্রী বেগম খালেদা জিয়া। শুক্রবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নে ঈদ-উল-ফিতর উপলক্ষে মেধাবী ছাত্রছাত্রী ও গরিব-দুস্থদের মাঝে শাড়ি, থ্রিপিস, ট্রাউজার, গেঞ্জি ও স্পেশাল ভিজিএফের চাল বিতরণকালে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা ও খালেদা জিয়ার শাসনামলের তুলনামূলক চিত্র তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই গরিব মানুষেরা কিছু না কিছু পায়। শেখ হাসিনা সাহায্য তো কম করেন না। ঈদের সময় যে গরিব-দুস্থদের পাশে দাঁড়াতে হয়, মানুষকে সাহায্য-সহায়তা দিতে হয়, এটাও খালেদা জিয়া জানতেন না। যা কিছু আছে, সবকিছু তার ছেলেরা খাবে, হাওয়া ভবন বানাবে, খাওয়া ভবন বানাবে- এটাই ছিল তাদের দেশ শাসনের নমুনা। আর শেখ হাসিনা সবকিছুই দেশের মানুষের জন্য দেন- এই হলো পার্থক্য। তিনি বলেন, গরিব মানুষ আর ছাত্রছাত্রীদের শেখ হাসিনা ছাড়া কেউ দেখে না। খালেদা জিয়া নিজেও পড়াশোনা জানে না, তার ছেলেরাও তেমন পড়াশোনা করেনি। কাজেই সেটার মর্যাদাও তারা জানে না। কিন্তু শেখ হাসিনা বইয়ের মর্যাদা জানেন, তাই বিনা পয়সায় তিনি বই দেন। ওইসময় মন্ত্রীর সঙ্গে শেরপুরের জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিন মন্ত্রী নালিতাবাড়ী উপজেলার ১২ ইউনিয়নের মধ্যে ৮ ইউনিয়নে ৩৮টি মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ৫৫২ শিক্ষার্থীর মাঝে মেধাক্রম অনুসারে প্রথম ৫ জনকে একটি করে শাড়ি ও প্রথম ১০ জনকে একটি করে থ্রিপিস, ৩ হাজার ২শ’ গরিব-দুস্থের মাঝে শাড়ি, ট্রাউজার, গেঞ্জি ও টিশার্ট এবং ১ হাজার ৩৩৭ জনের মাঝে ২০ কেজি করে স্পেশাল ভিজিএফের চালসহ খেজুর বিতরণ করেন। এর আগে সকালে নকলা পৌরসভার ১৫শ ৪০ জন হতদরিদ্র দুস্থ মানুষের মাঝে জনপ্রতি ২০ কেজি চাল বিতরণ করা হয়। পরে মন্ত্রী উরফা ইউনিয়নে একই কর্মসূচী এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শার্ট, থ্রিপিস, শাড়ি বিতরণ করেন। ওইসময় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী মনির, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, কৃষি অধিদফতরের উপ-পরিচালক আশরাফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, স্থানীয় জনপ্রতিনিধিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
×