ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে তীব্র জানযট

প্রকাশিত: ০১:১৯, ২৪ জুন ২০১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে তীব্র জানযট

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শুক্রবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর উপর একটি মালবাহি ট্রাক বিকল হওয়ায় গজারিয়া অংশে তীব্র যানজট সৃষ্টি হয়। দুপুরে বিকল হওয়া ট্রাকটি সড়ানো হলে যান চলাচল শুরু হয়। তবে সাপ্তাহিক ছুটির দিন আর ঈদ আসন্ন হওয়ায় মহাসড়কে যানবাহনে অত্যাধিক চাপ রয়েছে ফলে থেমে থেমে কয়েক দফা যানজটে পড়তে হয়েছে। এ পথে চলাচলকারী যাত্রীদের। তীব্র গরমের দীর্ঘক্ষণ যানজটে আটকা পড়ে দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। তবে যানজট বিকালে হ্রাস পেতে থাকে। এ ব্যপারে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, মেঘনা ব্রীজের উপর একটি মালবাহি ট্রাক বিকল হওয়ায় যানজটের সুষ্টি হয় ,হাইওয়ে পুলিশ রেকার এনে বিকল হওয়া ট্রাকটি সরিয়ে ফেললে দুপুরে যান চলচল শুরু হয়। ছুটির দিন এবং ঈদ আসন্ন হওয়ায় মহাসড়কে যানবাহনে অত্যাধিক চাপ রয়েছে। এদিকে এই মহাসড়কে চলাচলরত যানবাহন চালকদের অভিমত মাত্রাতিরিক্ত লোড বহনকরার জন্যই মাঝে মধ্যে মালবাহী যানবাহন গুলো মেঘনা সেতুতে উঠতে গিয়ে বিকল হয়ে যাচ্ছে। এ বিষয়ে যথাযথ কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা। আর ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ঈদের অন্তত ৫ দিন আগ থেকে এই মহাসড়কে ভারী যানবাহ চলাচল বন্ধের দাবী যাত্রীদের।
×