ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে ঈদের বাজার জমে উঠেছে

প্রকাশিত: ০০:৫০, ২৪ জুন ২০১৬

ঈশ্বরদীতে ঈদের বাজার জমে উঠেছে

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীতে ঈদের বাজার জমে উঠেছে। প্রত্যেকটি মানুষ ঈদকে ঘিরে নানা প্রকার আনন্দে মেতে উঠে । এর মধ্যে পোষাক আনন্দের একটি গুরুত্বপুর্ণ বিষয়। ধনী থেকে দরিদ্র পর্যন্ত সকল শ্রেণীর মানুষের পোশাক ছাড়া ঈদের আনন্দ যেন মলিন হয়ে যায়। তাই পোশাক কেনার জন্য প্রত্যেকটি মানুষ ব্যস্ত হয়ে ওঠে। সামর্থ অনুযায়ী কেউ যায় বড় শপিং মলে,কেউ যায় ছোটখাটো মার্কেটে আবার কেউ কেউ দেশ ছেড়ে বিদেশেও। দিন মজুররাও পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাতে সাধ্যমত অর্থ নিয়ে ছুটে যায় ফুটপাথের মার্কেট গুলোতে। এবার ঈদকে ঘিরে ঈশ্বরদীর সকল মার্কেটে ক্রেতার সমাগম বেশী হচ্ছে। তবে উপজেলা রোডের বউ বাজারে বউ ও মেয়েদের ভীড় বেশী হচ্ছে। এবার বিক্রিও হচ্ছে বেশী । যা গত বারের তুলনায় খুবই সন্তোষজনক। মান ও দাম দুটোতেই বউ বাজারের ক্রেতারা সাশ্রয়ী হচ্ছে বলে বেচাকেনা বেশী হচ্ছে। মনির প্লাজা,জাকের মার্কেট ,বঙ্গবন্ধু সুপার মার্কেট,পৌর সুপার মার্কেট,গোপাল মার্কেট ও সেকেনহ্যান্ড মার্কেট সহ সকল মার্কেটে প্রতিদিন ক্রেতার সংখ্যা বাড়ছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনা চলছে।
×