ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আদালতের গারদখানা থেকে আসামির পলায়ন

প্রকাশিত: ০০:৪৭, ২৪ জুন ২০১৬

আদালতের গারদখানা থেকে আসামির পলায়ন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলা জজ আদালতের গারদখানা থেকে শামীম দুয়ারী নামে এক মাদক বিক্রেতা পালিয়ে গেছে। বৃহস্পতিবার বিকেলে শামীম দুয়ারী পালিয়ে গেলেও বিষয়টি রাতে মিডিয়া অঙ্গনে ছড়িয়ে পড়ে। পলাতক শামীম জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব দেহেরগতি গ্রামের নওশের আলী দুয়ারীর পুত্র। আদালত সূত্রে জানা গেছে, মাদক বিক্রেতা শামীম দুয়ারী ও জসিম হাওলাদারকে বৃহস্পতিবার বিকেলে উজিরপুর থানা পুলিশের কনস্টবল বেলায়েত, ইউনুস ও জাহিদ বরিশাল জেলা জজ আদালতের গারদখানায় নিয়ে আসেন। এরপর হাতকড়া খুলে গারদখানার দায়িত্বরত পুলিশের কাছে হস্তান্তরের সময় কৌশলে শামীম পালিয়ে যায়। উজিরপুর মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, গুঠিয়া এলাকার সোনালী ব্যাংক বন্দর শাখার সামনে থেকে বুধবার রাতে ২৫ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা শামীম দুয়ারী ও জসিম হাওলাদারকে আটক করা হয়। এ ঘটনায় থানার এসআই মোজাহিদুল ইসলাম বাদী হয়ে ওই দুই মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। কোর্ট পরিদর্শক (ইন্সপেক্টর) শাহ আলম জানান, গারদে আনার পূর্বেই আসামি পালিয়ে গেছে। আসামি পলায়নের সত্যতা স্বীকার করে জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান জানান, পালিয়ে যাওয়া আসামি শামীমকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। পাশাপাশি আসামি পালিয়ে যাওয়ার ক্ষেত্রে দায়িত্ব পালনে কারও অবহেলা রয়েছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।
×