ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এশীয়রাই সংখ্যায় বাড়ছে আমেরিকায়

প্রকাশিত: ২০:৩৭, ২৪ জুন ২০১৬

এশীয়রাই সংখ্যায় বাড়ছে আমেরিকায়

অনলাইন ডেস্ক॥ মার্কিন যুক্তরাষ্ট্রে এশীয়রাই সবচেয়ে দ্রুত সংখ্যায় বাড়ছে বলে জানিয়েছে দেশটির আদমশুমারি ব্যুরো। জুলাই ২০১৪ ও ২০১৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের এশীয় জনগোষ্ঠীর মানুষ বেড়েছে ৩.৪ শতাংশ। বেশি বেশি অভিবাসনের কারণেই এশীয়দের সংখ্যা বাড়ছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রে এখন এশীয় জনগোষ্ঠীর লোক সংখ্যা ২ কোটি ১০ লাখ। আর হাওয়াই দেশটির একমাত্র এশীয় সংখ্যাগরিষ্ঠ অঙ্গরাজ্য। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্যমতে, ২০০০ সাল থেকেই যুক্তরাষ্ট্রে এশীয়দের সংখ্যা বেড়ে চলেছে। যুক্তরাষ্ট্রে অভিবাসী প্রেরণের ক্ষেত্রে ২০১৩ সালে মেক্সিকোকে ছাড়িয়ে গেছে চীন। দেশটির অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর লোকসংখ্যাও বেড়ে চলেছে। যেমন হিস্পানিক জনগোষ্ঠীর লোকসংখ্যা ২.২ শতাংশ বেড়ে ৫ কোটি ৬৬ লাখে দাঁড়িয়েছে। আর হিস্পানিক জনগোষ্ঠীর লোকদের বাস সবচেয়ে বেশি নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে- ৪৮ শতাংশ। অন্যদিকে, আফ্রিকান-আমেরিকান জনগোষ্ঠীর লোক সংখ্যা ১.৩ শতাংশ বেড়ে ৪ কোটি ৬৩ লাখ হয়েছে। মিসিসিপি অঙ্গরাজ্যে আফ্রিকান-আমেরিকানদের বাস সবচেয়ে বেশি- ৩৮.৩ শতাংশ। আর স্থানীয় আমেরিকান ইন্ডিয়ান ও আলাস্কা জনগোষ্ঠীর লোকসংখ্যা ১.৫ শতাংশ বেড়ে ৬৬ লাখে দাঁড়িয়েছে। আলাস্কাতেই এদের বাস বেশি- ১৯.৫ শতাংশ। এশীয়দের পরই যে জনগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি হারে বাড়ছে, তারা হলো যারা দুই বা ততোধিক জনগোষ্ঠীর শংকরায়নের ফলে জন্ম লাভ করেছে। এদের সংখ্যা ৩.১ শতাংশ বেড়ে ৬৬ লাখে দাঁড়িয়েছে। শ্বেতাঙ্গদের সংখ্যাই সবচেয়ে কম গতিতে বাড়ছে যুক্তরাষ্ট্রের সংখ্যাগুরু জনগোষ্ঠী শ্বেতাঙ্গদের সংখ্যা সবচেয়ে কম গতিতে বাড়ছে। আদমশুমারিতে দেখা গেছে, ২০১৪ থেকে ২০১৫ সালের মধ্যে শ্বেতাঙ্গদের সংখ্যা মাত্র ০.৫ শতাংশ বেড়েছে। ২৫ কোটি ৫০ লাখ মানুষ নিজেদেরকে শ্বেতাঙ্গ বা শ্বেতাঙ্গ মানুষের সঙ্গে মিশ্রণের ফলে সৃষ্ট হিসেবে আখ্যায়িত করেছেন। আর ১৯ কোটি ৮০ লাখ মানুষ নিজেদেরকে নিখাদ শ্বেতাঙ্গ হিসেবে আখ্যায়িত করেছেন। এদের বৃদ্ধির হার মাত্র ০.১ শতাংশ।
×